প্রধানমন্ত্রীর উপহার ‘বীর নিবাস’র উদ্বোধন করলেন মুস্তফা লুৎফুল্লাহ এমপি

দুই বীর মুক্তিযোদ্ধার বিরোচিত অবদানের জন্য প্রধানমন্ত্রীর উপহার ‘বীর নিবাস’র উদ্বোধন করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও সাতক্ষীরা-১ আসনের সাংসদ এড.মুস্তফা লুৎফুল্লাহ। সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নে এ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোমবার কেঁড়াগাছি দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান ভুট্টোলাল গাইন।
অনুষ্ঠানে সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রধানমন্ত্রীর উপহার বীর নিবাস’র উদ্বোধন শেষে মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে বক্তব্য দেন।
আলোচনা সভায় অন্যন্যেদের মধ্যে উপস্থিত ও বক্তব্য রাখেন উপজেলার মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা প্রকৌশলী আবেদুর রহমান, উপজেলার মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আবুল হোসেন, সাংগঠনিক কমান্ডার সৈয়দ আলী, কেঁড়াগাছি ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ’র কমান্ডার আরশাদ আলী, ডেপুটি কমান্ডার মোসলেম আলী হাজরা, প্রভাষক আরশাদ আলী, কেঁড়াগাছি ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মারুফ হোসেন, কেঁড়াগাছি ইউনিয়ন আ.লীগের কোষাধ্যক্ষ ইউপি সদস্য ইয়ার আলী, সাংগঠনিক সম্পাদক মাস্টার শাহিনুর রহমান, সহ.সভাপতি মুনছুর আলী বিশ্বাস, আ.লীগ নেতা মাস্টার আব্দুল জব্বার, ইউপি সদস্য শফিকুল ইসলাম, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আমিনুর রহমান, সাতানী রিপোর্টাস ক্লাবের সভাপতি জাহিদ হোসাইন প্রমুখ।

Kalaroa Mp Lutfullah
অনুষ্ঠানে এলাকার সকল বীর মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন।
কেঁড়াগাছি ইউনিয়নের দুই বীর মুক্তিযোদ্ধা মো.মুছা আলী সরদার ও প্রয়াত হরনাথ ঘোষের স্ত্রী পূর্ণিমা ঘোষকে মহান মুক্তিযুদ্ধের বিরোচিত অবদানের জন্য নির্মিত প্রধানমন্ত্রীর উপহার ‘বীর নিবাস’ ফিতা কেটে সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ উদ্বোধন ঘোষণা করে তাদের এবং তাদের পরিবারের হাতে বীর নিবাস’র চাবি তুলে দেন।



মন্তব্য চালু নেই