নোয়াখালীর কিছু খবর

প্রথম শ্রেণিতে ভর্তি পরীক্ষার দাবিতে নোয়াখালীতে অভিভাবকদের সড়ক অবরোধ, ভাংচুর

লটারির পরিবর্তে ভর্তি পরীক্ষার মাধ্যমে প্রথম শ্রেণিতে ভর্তির দাবিতে নোয়াখালী প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনষ্টিটিউটে (পিটিআই) সুপারিনটেনডেন্টের কার্যালয় ভাঙচুর চালিয়েছেন ক্ষুব্ধ অভিভাবকেরা। গতকাল দুপুরে এ ঘটনা ঘটে। এর আগে অভিভাবকেরা বেলা সোয়া ১১ টা থেকে পৌনে ১২ টা পর্যন্ত পিটিআইয়ের সামনে চৌমুহনী মাইজদী সড়ক অবরোধ করেন। পুলিশ এসে অভিভাবকদের সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। সুধারাম থানার পরিদর্শক (তদন্ত) নিজাম উদ্দিন বলেন, সড়ক অবরোধ করার কিছুক্ষণ পরই পুলিশ গিয়ে অভিভাবকদের সরিয়ে দেয়। অভিভাবকেরা পিটিআইয়ের ভেতরে গিয়ে ভাঙচুর করেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ঘটনায় থানায় কোনো অভিযোগ জানায়নি পিটিআই কর্তৃপক্ষ। পিটিআই পরিচালক পরীক্ষণ বিদ্যালয়ের প্রথম শ্রেণীতে লিখিত ভর্তি পরীক্ষার পরিবর্তে উন্মুক্ত লটারির সিদ্ধান্ত নেওয়া হয়। এতে অভিভাবকেরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। ঐশি আম্মা সুমি বেগম, নুর নাহার, দিপা চক্রবর্তী, খুশি বেগম, ফারুক, জান্নাত বেগম ও রোমানা আক্তারসহ একাধিক অভিভাবক অভিযোগ করেন, সন্তানদের ভর্তি পরীক্ষায় উর্ত্তীণ করাতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। কিন্তু ২৩ ডিসেম্বর প্রতিষ্ঠানের সুপারিনটেনডেন্ট আকস্মিকভাবে ভর্তি পরীক্ষার পরিবর্তে লটারির বিজ্ঞপ্তি দিয়েছেন, যা কোনো ভাবেই গ্রহণযোগ্য নয়। ভারপ্রাপ্ত সুপারিনটেনড্ন্টে আমিনুল ইসলাম বলেন, অভিভাবকদের দাবির বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।

নোয়াখালী প্রেসক্লাবের ও চৌমুহনী প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন স¤পন্ন
নোয়াখালী প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে ২৩ ডিসেম্বর। নির্বাচনে সভাপতি পদে আলমগীর ইউসুপ (দৈনিক ইত্তোফাক) ও সাধারণ সম্পাদক পদে মাহমুদুল হাসান রুদ্র মাসুদ (দৈনিক সমকাল) নির্বাচিত হয়েছেন। প্রেসক্লাব মিলনায়তনে ১১ সদস্য বিশিষ্ট এ কার্যনির্বাহী কমিটির দ্বি-বার্ষিক বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সহ-সভাপতি পদে মনিরুজ্জামান চৌধুরী (দৈনিক সংবাদ) ও শাহ এমরান মো: ওসমান সুজন (দৈনিক সোনালী জমিন) যুগ্ম সম্পাদক পদে জামাল হোসেন বিষাদ (বৈশাখী টিভি) ও আকবর হোসেন সোহাগ (বাংলাদেশ প্রতিদিন), কোষাধ্যক্ষ পদে ডা. বোরহান উদ্দিন (দৈনিক সংগ্রাম), ক্রীড়া ও সমাজসেবা পদে আবদুর রহিম (এসএ টিভি) নির্বাচিত হয়েছেন। কার্যনির্বাহী কমিটির সদস্য পদে অধ্যাপক গিয়াস উদ্দিন ফরহাদ (দৈনিক জনকণ্ঠ), আবু নাছের মঞ্জু (দৈনিক যায়যায়দিন) ও নুরুল আমিন (বাংলা ভিশন) নির্বাচিত হয়েছেন। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন নোয়াখালী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ কাজী মুহাম্মদ রফিক উল্যা। নোয়াখালী প্রেসক্লাবে সকাল ১০টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে। বিকেল ৪টায় ভোট গণনা শেষে সবার উপস্থিতিতে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার। নির্বাচনে ২৪জন ভোটারের মধ্যে সকলেই তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এদিকে বৃহত্তর নোয়াখালী জেলার প্রধান বাণিজ্য কেন্দ্র চৌমুহনীতে অবস্থিত ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী চৌমুহনী প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন (২০১৫-২০১৬) গতকাল বুধবার অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে দৈনিক যুগান্তরের বেগমগঞ্জ প্রতিনিধি আশরাফ ছিদ্দিকী বাবু সভাপতি পদে পুনরায় নির্বাচিত হয়েছেন। সহ-সভাপতি পদে দৈনিক দেশের পত্রের বিশেষ প্রতিনিধি এএসএম রিজোয়ান, সাধারণ সম্পাদক পদে বার্তা সংস্থা শীর্ষ নিউজের নোয়াখালী প্রতিনিধি ইয়াকুব নবী ইমন, সহ-সাধারণ সম্পাদক পদে দৈনিক সংবাদের বেগমগঞ্জ প্রতিনিধি মোস্তফা মহসিন, কোষাধ্যক্ষ পদে দৈনিক নয়া পৃথিবীর স্টাফ রিপোর্টার মোজাম্মেল হোসেন কামাল, সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক দিনের শেষের নোয়াখালী প্রতিনিধি মোফাজ্জল হোসেন টিপু, দপ্তর সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দৈনিক আজকালের খবরের বেগমগঞ্জ প্রতিনিধি আলাউদ্দিন, সমাজ কল্যাণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দৈনিক আজকের প্রভাতের বেগমগঞ্জ প্রতিনিধি শিহাব উদ্দিন, ক্রীড়া ও সাহিত্য সম্পাদক পদে বার্তা সংস্থা এফএনএস এর বেগমগঞ্জ প্রতিনিধি নাসির উদ্দিন মিরাজ, প্রচার সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দৈনিক জাতীয় নিশানের স্টাফ রিপোর্টার বজলুর রহমান মিন্টু, কার্যনির্বাহী সদস্য পদে যথাক্রমে দৈনিক যোগাযোগ প্রতিদিনের বেগমগঞ্জ প্রতিনিধি রাজিব চৌধুরী ও দৈনিক বাংলাদেশের খবরের সম্পাদক শাহজাহান কবির চৌধুরী নির্বাচিত হন। এবারের নির্বাচনে মোট ৩১ জন ভোটারের মধ্যে সবাই ভোটাধিকার প্রয়োগ করেছেন। চৌমুহনী পাবলিক হলে সকাল ৯টা থেকে বিকাল ২টা পর্যন্ত ভোগ গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন বেগমগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার মো: ফেরদাউস আলম সরকার।

নোয়াখালীর কালাদরাপ ইউনিয়ন ছাত্রলীগের কমিটি ঘোষণা
নোয়াখালী সদর উপজেলার কালাদরাফ ইউনিয়ন ছাত্রলীগের বর্ধিত সভা গতকাল বিকেলে ইউনিয়নের শল্লাডগি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় ইউনিয়ন ছাত্রলীগের কার্যক্রমের সুবিধার্থে সাংগঠনিক অঞ্চল উত্তর ও দক্ষিণে বিভক্ত করে পৃথক ২টি আহবায়ক কমিটি অনুমোদন করা হয়। কমিটি ২টি অনুমোদন করেন সদর উপজেলা ছাত্রলীগের আহবায়ক জাহাঙ্গীর হোসেন সুমন ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহাদাৎ উল্যাহ সেলিম। ইউনিয়ন ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. জলিল হোসেনের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, শহর ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আবুল খায়ের সোহাগ, সুধারাম থানা ছাত্রলীগ নেতা রফিকুল ইসলাম রাসেল, বিনোদপুর ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক মো. মামুন, দাদপুর ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক মাহাফুজ প্রমুখ। পরে সর্বসম্মতিক্রমে ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক অঞ্চল উত্তরে রেদওয়ান হোসেনকে আহবায়ক, জিসানুর রহমান লিখন, মাহবুবুর রহমান আসিম, কোরবান আলী রুবেল, শাহাদাত হোসেন রচিকে যুগ্ম-আহবায়ক, আবুল বাহার, মো. সোহেল, চয়ন মজুমদার, শিমুল, আবুল হাসনাত বাপ্পু, আসিফ হাসান রাজুকে সদস্য করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেয়া হয়েছে। পাশাপাশি ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক অঞ্চল দক্ষিণে মো. ফরহাদ হোসেনকে আহাবয়ক, মিলন খান (হৃদয়), আনোয়ার হোসেন, মোঃ রুবেল, শেখ ফরিদকে যুগ্ম-আহবায়ক ও মো. ফারুক হোসেন, গিয়াস উদ্দিন, মো. ফজলুল হক, মো. মামুন, আল-আমিন, নুর উদ্দিনকে সদস্য করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয় বলে থানা ছাত্রলীগের আহবায়ক জাহাঙ্গীর হোসেন সুমন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে । উল্লেখ্য, ১৬ ডিসেম্বর বিকেলে উত্তর শুল্লকিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে মহান বিজয় দিবস উপলক্ষে ৯নং কালাদরাফ ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গসংগঠন আয়োজিত আলোচনা সভা ও যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি একরামুল করিম চৌধুরী এমপি সদর উপজেলা ছাত্রলীগকে প্রত্যেক ইউনিয়নে ছাত্রলীগকে সুসংগঠিত করতে কার্যকরি পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন। তারই ধারাবাহিকতায় ২৩ ডিসেম্বর কালাদরাফ ইউনিয়ন ছাত্রলীগের বর্ধিত সভায় ইউনিয়ন ছাত্রলীগকে সাংগঠনিক ভাবে ভাগ করে পৃথক ২টি কমিটি অনুমোদন করা হয়েছে।



মন্তব্য চালু নেই