প্রথমার্ধেই ৪-০ গোলে এগিয়ে বাংলাদেশ

এএফসি অনূর্ধ্ব-১৬ মহিলা চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে নিজেদের তৃতীয় ম্যাচে কিরগিজস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় মাঠে গড়ায় ম্যাচটি। ইতিমধ্যে প্রথমার্ধের খেলা শেষ হয়েছে। ৪-০ গোলে এগিয়ে থেকে বিশ্রামে গিয়েছে গোলাম রাব্বানী ছোটনের শিষ্যরা।

বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের ৩ মিনিটের মাথায় গোলের দারুণ এক সুযোগ পায় বাংলাদেশ। কিন্তু মার্জিয়ার নেওয়া শট বারের উপর দিয়ে চলে যায়। ৯ মিনিটে অনুচিং মোগিনি গোল করলেও সেটা বাতিল করে দেন রেফারি।

এরপর ১৮ মিনিটের মাথায় ওয়ান টু ওয়ান পজিশনে গোল করতে ব্যর্থ হন অনুচিং। তবে ২১ মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে নেন তিনি। এ সময় জটলার মধ্যে বল পেয়ে জালে জড়াতে ভুল করেননি অনুচিং মোগিনি (১-০)।

২৯ মিনিটে মার্জিয়া গোল করে ব্যবধান দ্বিগুণ করেন।

৪৩ মিনিটে সানজিদার বাড়িয়ে দেওয়া বল পেয়ে যান অধিনায়ক কৃষ্ণা রানী। বল নিয়ে ডি বক্সের মধ্যে কিছুটা পেছনের দিকে এগিয়ে এসে জাগয়া তৈরি করে নেন। এরপর জোরালো শট নেন। সবাইকে ফাঁকি দিয়ে বল তার গন্তব্যে পৌঁছায় (৩-০)।

প্রথমার্ধের যোগ করা সময়ে কর্নার কিক পায় বাংলাদেশ। মার্জিয়ার নেওয়া কর্নার কিক থেকে উড়ে আসা বলে হেড দিয়ে জালে জড়ান অনুচিং মোগিনি। ফলে ৪-০ গোলে এগিয়ে থেকেই বিশ্রামে যায় বাংলাদেশের মেয়েরা।



মন্তব্য চালু নেই