প্রথমবারের মতো একসাথে নোবেল-তিশা

প্রথমবারের মতো একসঙ্গে একটি নাটকে কাজ করলেন নোবেল ও তিশা। তানিম রহমানের রচনা ও মো. মেহেদী হাসান জনির চিত্রনাট্য ও পরিচালনায় নাটকটির নাম ‘আনপ্রেডিকটেবল’। নাটকে নোবেল অভিনয় করেছেন ফয়সাল চরিত্রে আর তিশার চরিত্রের নাম কবিতা। সম্পূর্ণ ভিন্নধরনের রোমান্টিক গল্প নিয়েই মূলত এ নাটকের কাহিনী আবর্তিত হয়েছে বলে জানান পরিচালক জনি।

সেই রোমান্টিকতার ফাঁক-ফোঁকর গলেই একসময় হানা দেয় বিষাদ। সে কারণে হাসিখুশি তিশা অভিনীত কবিতা চরিত্রটিরও মন খারাপ হয়ে যায়। সেই খারাপ মনের মেঘ কাটবে কিভাবে, আদৌ কাটবে কিনা জানতে হলে অপেক্ষা করতে সামনের ঈদ পর্যন্ত। কারণ সে সময়েই ‘আনপ্রেডিকটেবল’ নাটকটি প্রচার হবে একটি বেসরকারি টিভি চ্যানেলে।

উল্লেখ্য, নাটকটিতে আরও অভিনয় করেছেন উজ্জ্বল চৌধুরী, বাসার বাপ্পী, সাকিল দেওয়ান,সামছুল হুদা সহ আরও অনেকে।



মন্তব্য চালু নেই