প্রতিবন্ধী শিশুদের এভারেস্টে নেবেন মুহিত

শারীরিক ও মানসিকভাবে অক্ষম বাচ্চাদের এভারেস্ট পর্বতে নিয়ে যাবেন এভারেস্ট জয়ী দ্বিতীয় বাংলাদেশি মোহাম্মদ আবদুল মুহিত।

বৃহস্পতিবার রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে অটিজম বিষয়ে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এক বিশেষ প্রচারাভিযানে এ কথা জানান তিনি।

মুহিত বলেন, ‘পৃথিবীতে এ পর্যন্ত ৭ জন প্রতিবন্ধী পাহাড়ের চূড়ায় পৌঁছেছেন। কারা কোনোভাবেই অক্ষম নন, তারাও অনেক কিছু পারেন। আমাদের দেশে যেসব ডিজএবল বাচ্চা এভারেস্টে যেতে চায়, আমি তাদের এভারেস্টে নিয়ে যাব।’

তিনি বলেন, ‘প্রত্যেক বাচ্চারই কোনো না কোনো প্রতিভা রয়েছে। সহযোগিতার পাশাপাশি তাদের অনুপ্রেরণা দিতে হব।’

শারীরিক ও মানসিকভাবে অক্ষম বাচ্চার অভিভাবকদের উদ্দেশে এ পর্বতারোহী বলেন, ‘আমি জানি, যে মা কিংবা অভিভাবক এদের লালন-পালন করেন তারাও পর্বতারোহণের মতো কঠিন কাজই করছেন। আপনাদের এই কাজের মূল্যায়ন করা হয় না। আমি আপনাদেন স্যালুট জানাই।’

মুহিত বলেন, ‘অনেকেই তার ডিজএবল বাচ্চাকে বাসায় রেখে বিভিন্ন অনুষ্ঠানে যান, সঙ্গে নিয়ে যেতে লজ্জা পান। এ কাজটা আর কখনো করবেন না। সবখানে, সব অনুষ্ঠানে এদের সঙ্গে নিয়ে যাবেন। মনে রাখবেন, এই বাচ্চারা আপনার বোঝা নয়, বরং আশীর্বাদ।’

এ সময় আরো উপস্থিত ছিলেন সংগীত শিল্পী ফহমিদা নবী, শাহেদ, নৃত্যশিল্পী আনিসুল ইসলাম হিরু, সাংবাদিক জ ই মামুন, বসুন্ধরা সিটি শপিং মলের উপদেষ্টা লতিফুল হোসেন প্রমুখ।



মন্তব্য চালু নেই