প্রতিবন্ধীদের সরাসরি নির্বাচন করার আহ্বান ডেপুটি স্পিকারের

রাজনীতিতে প্রতিবন্ধীদের জন্য পৃথক কোটা না রেখে কোনো রাজনৈতিক দলের তৃণমূল থেকে সরাসরি নির্বাচন করে আসার আহ্বান জানিয়েছেন ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া।

রাজধানীর ডেইলি স্টার সেন্টারে অনুষ্ঠিত এক কর্মশালায় শনিবার তিনি এসব কথা বলেন।

ডেপুটি স্পিকার বলেন, প্রতিবন্ধীদের শিক্ষার উন্নয়নের জন্য সরকার প্রতিটি জেলা ও উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠান চালু ও চাকরিসহ সবক্ষেত্রে কোটা সংরক্ষণ করা হচ্ছে।

তিনি বলেন, বর্তমান সরকার প্রতিবন্ধীদের উন্নয়নে অনেক কাজ করে যাচ্ছে। বাজেটে শিশু ও প্রতিবন্ধীদের জন্য পৃথক বাজেট বরাদ্দ রাখা হয়েছে। এছাড়া তাদের সুযোগ-সুবিধা বৃদ্ধির জন্য প্রতিবন্ধী সু-রক্ষা আইন প্রনয়ণ করা হয়েছে। ভাতার পরিমানও বৃদ্ধি করা হয়েছে।

ডেপুটি স্পিকার প্রতিবন্ধীদের ভোটাধিকার নিশ্চিত করার জন্য প্রবেশাধিকার নিশ্চিত করাসহ পৃথক বুথ স্থাপনের বিষয়ে নির্বাচন কমিশনের সাথে আলোচনার পরামর্শ দেন।

কর্মশালায় প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ভিস্যুয়েলী ইমপেয়ার্ড পিপলস সোসাইটির (ভিপস) সাধারণ সম্পাদ নাজমা আরা বেগম পপি।



মন্তব্য চালু নেই