প্রচারের তুঙ্গে তবে হল নেই!

ঈদে মুক্তি পেতে যাওয়া তিন সিনেমা মধ্যে প্রচার প্রচারণার দিক থেকে সবচেয়ে এগিয়ে আছে তন্ময় তানসেন পরিচালিত পদ্ম পাতার জল। এরই মধ্যে প্রচরণায় নেমেছে সিনেমাটির প্রধান দুই অভিনয়শিল্পী ইমন ও বিদ্যা সিনহা মিম। দীর্ঘদিন ধরেই তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গিয়ে ছবিটির প্রচারণায় চালাচ্ছেন।

তারা বেশ কিছু সামাজিক কর্মকাণ্ডেও অংশ নিয়েছেন। ভিন্ন ধরণের প্রচারণার অংশ হিসেবে গত সপ্তাহে ছিন্নমূল ও প্রতিবন্ধী শিশুদের সঙ্গে ইফতারও করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম, ইউটিউবেও চলছে প্রচার। সব মিলিয়ে সংবাদমাধ্যমসহ নানা মাধ্যমেই চলছে এর প্রচারণা।

ইতোমধ্যে দর্শকও জেনে গেছেন ইমন-মিম জুটির সিনেমা পদ্মপাতার জল ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। দর্শক হয়তো অধির আগ্রহে আছেন বহুল প্রচারিত এ সিনেমাটি দেখতে। কিন্তু কোথায় দেখবেন? কাকরাইল পাড়ায় শোনা যাচ্ছে, অন্য দুই ছবির তুলনায় এটি হল মালিকদের তেমন কাছে টানতে পারছে না। ফলে ছবিটি খুব অল্প সংখ্যক হলে দেখা যেতে পারে।

ঈদের বাকি আর মাত্র এক সপ্তাহ। এ পর্যায়ে জানা গেছে, এর মধ্যে সিনেমাটি হল বুকিং পেয়েছে মাত্র ৪টি।

এ প্রসঙ্গে এ সিনেমাটির প্রযোজক রাজিব বলেন, ‘কয়টি হল বুকিং হয়েছে তা এখনো বলতে পারছি না। তবে আমাদের টার্গেট ৩০টি হল।’

সব মিলিয়ে এখন প্রশ্ন ঈদের আগে বাকি দিনগুলিতে আর কয়টি হল বুকিং নিতে পারবে সিনেমাটি? অনেকেই সিনেমাটি দেখার অপেক্ষাতে থাকলেও যদি তারা আশানুরূরও হল না পায় তবে এর স্বার্থকতাই বা কি? সিনেমাটির মুক্তিকে ঘিরে এমন নানা জিজ্ঞাসা এখন সিনেমা সংশ্লিষ্টদের মুখে মুখে। এ সব কিছু বিবেচনায় দেশের চলচ্চিত্র শিল্পেীর বিকাশে এবং বর্তমানে নাজুক পরিস্থিতি উত্তরণে হল সংকটই মুখ্য এজেন্ডা হিসেবে সামনে চলে আসছে।

২৯ জুন সিনেমাটি সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। ব্যয়বহুল এ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন- ইমন ও বিদ্যা সিনহা মিম। এ ছাড়াও অভিনয় করেছেন- অমিত হাসান, তারিক আনাম খান, নিমা রহমান, মিরাক্কেলখ্যাত আবু হেনা রনিসহ আরো অনেকে।

সিনেমার কাহিনি ও সংলাপ লিখেছেন গীতিকবি লতিফুল ইসলাম শিবলী। এ সিনেমায় মোট গান রয়েছে ৬টি। এই সিনেমার গানগুলোর সুর করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল, এসআই টুটুল, অর্ণব। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন অর্ণব, কনা, আসিফ আকবর, ন্যানসি, অদিতি, পড়শী, অন্বেষা দত্ত, এলিটা করিম, শোয়েব।

ভিন্ন ধারার সিনেমা নির্মাণের প্রত্যয়ে ট্রাইপড স্টুডিও তৈরী করছে তাদের প্রথম এ চলচ্চিত্রটি। এ সিনেমাটি সম্পাদনা করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্র সম্পাদক সামীর আহমেদ।

এ সিনেমাটি ছাড়ার আসছে ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে লাভ ম্যারেজ ও অগ্নি-টু ছবি দুটি।



মন্তব্য চালু নেই