প্রকাশিত সেই সংবাদকে ভুল বললেন মাহমুদউল্লাহ

দিন কয়েক আগে দেশের একটি শীর্ষ দৈনিককে সাক্ষাৎকার দিয়েছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম তারকা ব্যাটসম্যান মাহমুদউল্লাহ রিয়াদ। উক্ত দৈনিকে প্রকাশিত সাক্ষাতকারে তিনি অধিনায়ক হিসেবে বিশ্বকাপ জিততে চান এমন একটি বক্তব্যও ছিল। তবে মাহমুদউল্লাহ দাবি করেছেন যে বক্তব্যটি সঠিক নয়। নিজের ফেসবুক ফ্যানপেজে প্রকাশিত সেই সংবাদের প্রতিবাদ জানিয়েছেন তিনি।

ফ্যানপেজে দেওয়া স্ট্যাটাসে মাহমুদউল্লাহ বলেছেন, ‘কিছুদিন আগে আমি একটি দৈনিক পত্রিকাকে ইন্টারভিউ দিয়েছিলাম। সেখানে আমার স্বপ্নের কথা বলেছিলাম তবে কখনোই অধিনায়ক হিসেবে বিশ্বকাপ জিততে চাই তা বলিনি। আমি শুধু অধিনায়ক হওয়ার স্বপ্নের কথা বলেছি। প্রত্যেক ক্রিকেটারই তা হতে চায়। পাশাপাশি আমরা যে ধারাবাহিকভাবে খেলছি তার জন্য একদিন বিশ্বকাপ জিতবো বলে আশাবাদ ব্যক্ত করেছি। দয়া করে যারা আমার সম্পর্কে ভুল খবর পরিবেশনা করছে তাদের বিশ্বাস করবেন না।’

প্রসঙ্গত, প্রকাশিত সেই সাক্ষাৎকারে বলা হয়েছিল যে টি২০ বিশ্বকাপে ভারতের কাছে বাংলাদেশের মাত্র ১ রানের হার প্রসঙ্গে কথা বলতে গিয়ে মাহমুদউল্লাহ বলেছেন, ‘আমি আসলে কখনোই ভারতের বিপক্ষে ম্যাচের সেই ক্ষণ ভুলতে পারব না। সম্ভবত সারাজীবনের জন্যই থেকে যাবে এটা। তবে আমি চাই এই ক্ষত ভোলার জন্য দেশের হয়ে বিশেষ কিছু করতে। তাহলে হয়তো ভুলতেও পারি। এটা হতে পারে, বিশ্বকাপ জয়। আমি বিশ্বাস করি, একদিন আমরা বিশ্বকাপ জিতব। এ জন্য আমাদের দ্রুত উন্নতি করতে হবে। আমার বিশ্বাস, সেই সুদিনটা খুব বেশি দূরে নয়। আর কে জানে হয়তো বা আমিই সেই বিশ্বকাপ জয়ে দেশকে নেতৃত্ব দেবো… হা হা হা!’

মাহমুদউল্লাহ ওই সংবাদ সম্পর্কে প্রতিবাদ জানানোর পর ভক্তদের বেশ ভালোই সমর্থন পাচ্ছেন। রবিবার বেলা পৌনে ৩টা পর্যন্ত তার দেওয়া স্ট্যাটাসে প্রায় ১০ হাজার লাইক পড়েছে। এ ছাড়া স্ট্যাটাসের নিচে অসংখ্য ভক্ত মন্তব্য লিখে বাংলাদেশের এই তারকা ক্রিকেটারকে নিজেদের সমর্থন জানিয়েছেন।



মন্তব্য চালু নেই