প্রকাশক দীপন হত্যার ‘মূল আসামি’ গ্রেপ্তার

জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়সল আরেফিন দীপন হত্যার ‘মূল আসামি’কে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম শামীম ওরফে সিফাত ওরফে সমীর ওরফে ইমরান।

আজ বুধবার সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (মিডিয়া) মোহাম্মদ ইউসুফ আলী বিষয়টি জানিয়েছেন।

ইউসুফ আলী জানান, গতকাল মঙ্গলবার রাতে টঙ্গীর চেরাগ আলী থেকে শামীম ওরফে সিফাত ওরফে সমীরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তি আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য কি না, জানতে চাইলে ইউসুফ আলী বলেন, আজ দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও ওই বার্তায় জানানো হয়েছে।

Safit1472015233

গত বছরের ৩১ অক্টোবর দুপুরে রাজধানীর আজিজ সুপার মার্কেটে জাগৃতি প্রকাশনীর কার্যালয়ে এর স্বত্বাধিকারী ফয়সল আরেফিন দীপনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

দীপন হত্যার কয়েক ঘণ্টার মধ্যে দুর্বৃত্তরা লালমাটিয়ায় নিজ কার্যালয়ে কুপিয়ে ও গুলি করে প্রকাশনা সংস্থা শুদ্ধস্বরের মালিক আহমেদুর রশীদ টুটুল, লেখক-ব্লগার রণদীপম বসু ও তারেক রহিমকে আহত করে। এ দুটি প্রকাশনী থেকেই প্রয়াত ব্লগার অভিজিৎ রায়ের বই প্রকাশিত হয়েছিল। আনসারুল্লাহ বাংলা টিম ব্লগার ও প্রকাশকদের হত্যার দায় স্বীকার করে।



মন্তব্য চালু নেই