প্যান্টের মধ্যে সাপ! তারপর যা ঘটলো…

ফ্লাইট ছাড়ার সময় ঘোষণা হয়ে গেছে। যাত্রীদের চেকিং চলছে। লাইনে ব্যাগ হাতে দাঁড়িয়ে এক যুবক। পরনে ডেনিম জিনস, কালো টি-শার্ট, পায়ে কালো জুতা। যুবককে এক্সরে চেকিং করতে গিয়েই সন্দেহ হয় নিরাপত্তারক্ষীদের। পায়ের কাছে কিছু একটা নড়ছে। তারপর যা ঘটল, তা হাড়হিম করার মতো। যুবকের প্যান্টের মধ্যে কিলবিল করছে একগুচ্ছ সাপ।

ইন্দোনেশিয়ার জাকার্তা আন্তর্জাতিক বিমানবন্দরের ঘটনা।

বিমানবন্দরের ভাইস প্রেসিডেন্ট বেনি সিগার বুটারবুটার জানিয়েছেন, মঙ্গলবার ওই যুবক গরুড় ইন্দোনেশিয়া ফ্লাইটে জেদ্দা যাচ্ছিল। জেদ্দাতেই সে সাপগুলি পাচার করছিল। পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। ধৃত যুবকের নাম কউফিয়া জিহাদ জাকি।

ইন্দোনেশিয়ার সংবাদমাধ্যম সূত্রের খবর, তল্লাশি চালিয়ে কউফিয়ার প্যান্টের নীচে মোজার কাছে একটি কালোকাপড়ে বাঁধা ছিল সাপগুলি। একে অপরের সঙ্গে জড়ানো অবস্থায় ছিল। সব মিলিয়ে মোট ১০টি জ্যান্ত সাপ উদ্ধার করা হয়েছে। যুবককে জেরা করছে পুলিশ। পুলিশের অনুমান, এই যুবককে জেরা করে এশিয়ার বড়সড় সাপ পাচার চক্রের হদিশ মিলতে পারে।-এই সময়



মন্তব্য চালু নেই