প্যান্টের পকেটে বিস্ফোরিত হলো ই-সিগারেট, অতঃপর যা হলো…

ইংল্যান্ডের বার্মিংহামে প্যান্টের পকেটে রাখা ই-সিগারেটের (ইলেক্ট্রনিক সিগারেট) ভিতরের ব্যাটারি বিস্ফোরিত হয়ে এক লোকের প্যান্টে আগুন ধরে যায়। আগুনে তার উরুর বেশ কিছু অংশ পুড়ে গেছে।

২০ বছর বয়সী ডান ওয়াকার বার্মিংহামের একটি পার্কে বসে ছিলেন। ঠিক এই সময় তার পকেটে রাখা ই-সিগারেটটি বিস্ফোরিত হয়। ডান দ্রুত নিজের প্যান্ট খুলে ফেলেন বলে আগুনে বড় ধরনের ক্ষতি হয় নি। চিকিৎসকরা বলেছেন তার উরুতে পুড়ে যাওয়ার দাগ থেকে যাবে।

তবে আকস্মিক এই অভিজ্ঞতাটি ডানের জন্য ছিল ভীতিকর। ঘটনার সময় ডানের পরনে ছিল ট্রাউজার। ডাক্তাররা বলছেন, ট্রাউজার না হয়ে যদি জিন্সের প্যান্ট পরনে থাকতো, তাহলে পায়ের বড় ধরনের ক্ষতি হয়ে যেত।



মন্তব্য চালু নেই