পৌর কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির মাদক বাল্য বিয়ে ও ইভটিজিং বিরোধী সভা

কুড়িগ্রাম প্রতিনিধি: মাদক, বাল্য বিয়ে ও ইভটিজিং বিরোধী জনমত গড়ে তুলতে কুড়িগ্রাম পৌর কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির উদ্যোগে বুধবার বিকালে পৌরসভার হল রুমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

পৌরসভার মেয়র আব্দুল জলিলের সভাপতিত্বে সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব পনির উদ্দিন আহাম্মেদ, জেলা পুলিশিং সমন্বয় কমিটির আহব্বায়ক সফি খান, সদস্য সচীব অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, বিশিষ্ট ব্যবসায়ী ও উপজেলা পুলিশিং কমিটির সদস্য সচিব আলহাজ্ব লুৎফর রহমান বকসী ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জমির উদ্দিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাউন্সিলার মাসুদুর রহমান মাসুদ. মোস্তফা কামাল পাশা, রোস্তম আলী তোতা ও আনিছুর রহমান।

সভায় বক্তারা বলেন সম্প্রতি কুড়িগ্রামে মাদক, বাল্য বিয়ে ও ইভটিজিং এর প্রবনতা বৃদ্ধি পেয়েছে। জনগনের মধ্যে সচেতনতা গড়ে তুলতে আগামী এক সপ্তাহের মধ্যে প্রত্যেক ওয়ার্ডে জনসচেতনা মুলক সমাবেশ করা হবে। এছাড়া পৌরসভা এলাকার সমস্ত ভাড়াটিয়াদের নাম. আইডি কার্ডে ফটোকটি ও ছবি থানায় জমা দেয়ার জন্য পৌর নাগরিকদের আহ্বান জানানো হয়।



মন্তব্য চালু নেই