পোষ্য বিড়ালের মৃত্যুতে ২.‌৫ কোটি টাকা জরিমানা!‌

পাকিস্তানের এক মহিলার পোষ্য দু মাসের বিড়ালের মৃত্যুতে ২.‌৫ কোটি টাকার ক্ষতিপূরণ মামলা করলেন পশু চিকিৎসকের বিরুদ্ধে। বিড়ালের মালকিন সুন্দাস হুরেইন পেশায় আইনজীবী। ইসলামাবাদের বাসিন্দা।

পশু চিকিৎসক ডঃ‌ ফায়সাল খানের ক্লিনিকে সুন্দাস তার বিড়ালকে রুটিন চেক আপে নিয়ে যান। বাড়ি নিয়ে গিয়ে সুন্দাস দেখেন পোষ্যটি অসুস্থ। অন্য এক চিকিৎসক ডঃ রানার কাছে নিয়ে যাওয়ার পর বিড়ালটির মৃত্যু হয়। মৃত্যুর কারণ প্রাথমিক ভাবে ডঃ রানা জানান, চেক আপের সময় পোষ্যটিকে সঠিক তাপমাত্রায় রাখা হয়নি।

ময়না তদন্তে দেখা গেছে অতিরিক্ত ঠাণ্ডা লাগা ও অনাহারই মৃত্যুর কারণ। ময়না তদন্তের রিপোর্ট নিয়ে সুন্দাস হুরেইন আদালতের দ্বারস্থ হন। আদালাত সবকিছু খতিয়ে দেখে পাকিস্তানি টাকায় ২৫ মিলিয়ন জরিমানা করে ডঃ‌ খানকে। এমনকি এর সঙ্গে যুক্ত ব্যক্তিদের জেল পর্যন্ত হতে পারে। আদালত ক্লিনিকের সি সি টিভি ফুটেজ ক্ষতি দেখারও নির্দেশ দিয়েছে। আদালতের এই রায়ের বিরুদ্ধে উচ্চতর আদালতে যাবেন ডঃ খান।‌‌‌ আজকাল



মন্তব্য চালু নেই