পোরশায় ৫২০০হেক্টর জমিতে গমের বাম্পার ফলনের সম্ভাবনা

সালাউদ্দীন আহম্মেদ, পোরশা (নওগাঁ) প্রতিনিধি: প্রতি বছরের মতো এবারো নওগাঁর পোরশা উপজেলার চাষীরা গম চাষাবাদে ব্যস্ত সময় কাটিয়েছেন। মাঝা-মাঝি সময়ে এসে দিন গুনছেন সুফলা-ফল ফসল কেটে ঘরে তোলার জন্য।

গত বছরের চেয়ে এবার গমের ফলন ভালো হবে বলে জানিয়েছেন শ্রীকৃষ্ণপুর গ্রামের মোঃ আঃ রাজ্জাকের ছেলে মোঃ জাহাঙ্গীর আলম। তিনি বলেন, এবার আমি ৪বিঘা জমিতে গম চাষাবাদ করেছি। গত বছর নানান সমস্যার সম্মুক্ষিন হওয়ার কারণে গমের ফলন ভালো হয়নি। তবে এবার বিঘা প্রতি ১২-১৪মন হারে গমের ফলন হাতে পারে বলে ধারণা করছি।

এদিকে উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল হাই জানিছেন,- এই মৌসুমে পোরশা উপজেলার ৬টি ইউনিয়নে ৫২০০হেক্টর জমিতে গমের চাষাবাদ হয়েছে।

অত্র উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, তুলনা মূলক এবার পোকা মাকড়ের আক্রমন খুব কম। এছাড়াও গত বছরের মতো এবার এ পর্যন্ত প্রাকৃতিক কোন দুর্যোগ দেখা না দেওয়ায় ভালো ফলেনর আসা করা যাচ্ছে।



মন্তব্য চালু নেই