পোরশায় কৃষকের বাঁশঝাড় কেটে ফেলেছে দুর্বৃত্তরা

নওগাঁর পোরশায় এক কৃষকের বাঁশঝাড় কেটে ফেলেছে দুর্বৃত্তরা। বাঁশঝাড়ের দু’শতাধীক গাছের মধ্যে প্রায় শতাধীক বাঁশ গাছ ও ঝাড়ের মধ্যে থাকা একটি পুরনো আমগাছ কেটে এবং একটি টয়লেট ভেঙ্গে ফেলেছে দুর্বৃত্তরা।

জানা গেছে, গতকাল শুক্রবার দুপুরে সবার অজান্তে উপজেলার মর্শিদপুর ইউপির বালিচান রক্তকাউয়া গ্রামের মৃত আছির মন্ডলের পুত্র আজাহার মন্ডলের বাড়ির পার্শের ভিটার ২শ ৮টি বাঁশ গাছের মধ্যে ৭৪টি ও ১টি আম গাছ কেটে এবং সেখানে থাকা একটি টয়লেট ভেঙ্গে ফেলেছে দুর্বৃত্তরা। বাঁশ গাছগুলির বর্তমান বাজার মূল্য প্রায় ২০হাজার টাকা হবে বলে জানান বাগান মালিক।

এ ব্যাপারে বাঁশঝাড় মালিক আজাহার মন্ডল জানান, ১৯৬৮ইং সালে ৪শতকের ঐ বাঁশঝাড় ক্রয় করেন তার বাবা। ক্রয় করার পর থেকে এখন পর্যন্ত তাদের দখলে রয়েছে বলে তিনি জানান। এ ব্যাপারে তিনি মামলার প্রস্ততি নিচ্ছেন বলেও জানান।



মন্তব্য চালু নেই