পোরশায় আমের গাছ গুলোতে পাকতে শুরু করেছে গোপাল ভোগ

সালাউদ্দীন আহম্মেদ, পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর পোরশায় প্রকৃতির নিয়ম অনুযায়ী প্রতি বছরের মতো এবারেও সবার আগে আমের গাছে গাছে পাকতে শুরু করেছে গোপাল ভোগ আম। তাই এলাকার আম চাষী থেকে শুরু করে ছোট বড় সকল ব্যবসায়ীর মুখে হাসি ফুটে উঠেছে। এরই মধ্যে অনেক ব্যবসায়ী তাদের বাগানের গোপাল ভোগ আম গুলো পাড়তে শুরু করেছে। মৌসুমের সবে শুরু হওয়ায় স্থানীয় বাজারে বিক্রি করার আগে ঢাকা, চট্রগ্রাম সহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আম বাজারজাত করার প্রচেষ্টা চালাচ্ছেন। রাজধানী ঢাকাতে আমের চাহিদা ব্যাপক থাকায় ভালো দামে বিক্রি করা যাচ্ছে বলে জানান স্থানীয় আম ব্যবসায়ীরা। তারা বলেন,- বর্তমানে ঢাকাতে গোপাল ভোগ আম প্রতি কেজি ৫০-৬০টাকা দরে বিক্রি করা হচ্ছে। যা প্রতি মনের মূল্য ২ হাজার থেকে ২হাজার ৪শ টাকা পর্যন্ত। যা গত বছর একই আম মন প্রতি ১হাজার টাকাতেও বিক্রি করতে পারিনি। এবার যদিও প্রখর রোদে গাছ থেকে কিছুটা আম ঝরেছে এবং গত বছরের তুলনায় এবার আমের সাইজ অনেক ছোট হয়েছে। তবে মৌসুমের শেষ পর্যন্ত আবহাওয়া যদি অনুকুলে থাকে এবং বাইরে আমের চাহিদা ভালো থাকে তাহলে স্থানীয় আম চাষীরা লাভবান হবেন বলে আশাবাদি তারা। এদিকে উপজেলা কৃষি অফিসার মাহবুবার রহমান জানান,- পোরশা উপজেলায় প্রায় সাড়ে ৫ হেক্টরের বেশি জমিতে আম চাষ করছেন চাষীরা। এতে বিভিন্ন জাতের আম রয়েছে। চাষীরা তাড়াহুড় করে গোপাল ভোগ আম পাড়লেও খিরসা পাতি, মহন ভোগ, নেংড়া, ফজলী, সুরমা ফজলী, নাগ ফজলী আরো কয়েকদিন পরে পাড়তে পারবেন। এছাড়াও হাইব্রিড জাতের আমরুপালী, চষা, মল্লিকা, বারি(৩), বারি (৪) ও আসিনা আম গুলো সব শেষে গাছ থেকে পাড়বেন চাষীরা।



মন্তব্য চালু নেই