পেসারদের জন্য যে পরামর্শ দিলেন অধিনায়ক মুশফিক

নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে আগামীকাল ভোরে মাঠে নামবে বাংলাদেশ।

ওয়েলিংটনের বেসিন রিজার্ভে ঘাসের উইকেট দেখে বাংলাদেশ দলে দুই ধরনের চিন্তা ভর করছে। ব্যাটসম্যানরা ঠিক মতো সামলাতে পারবেন কিনা তা নিয়ে যেমন ভাবনা আছে, ঠিক তেমনি ভাবনা আছে পেসারদের নিয়ে। অধিনায়ক মুশফিকুর রহিম ম্যাচের আগে তাসকিন রুবেলদের জন্য টোটকা দিয়ে গেলেন।

‘পেস বোলারদের ক্ষেত্রে আমাদের মেসেজ একটাই লাইন-লেন্থ বজায় রেখে ভালো জায়গায় বল করতে হবে। অনেকেই মনে করে এখানকার উইকেটে বাউন্স আছে। এসব উইকেটে পেসারদের অনেক কিছু করার সুযোগও থাকে। কিন্তু আমাদের অনুকরণীয় হবে বোলিংয়ের মৌলিক নিয়মটাই মেনে চলা।’

প্রথম ওয়ানডেতে মুশফিক ইনজুরিতে পড়ায় কিছুটা চিন্তায় পড়ে দল। তবে মুশফিক নিজেই জানালেন এখন তিনি বেশ ভালো আছেন, ‘আল্লাহর রহমতে আমি এখন শারীরিকভাবে ভালো আছি। রিকভারি খুব ভালো হচ্ছে। এসব ক্ষেত্রে শতভাগ রিকভারির কথা বলা কঠিন। কারণ এমন পরিস্থিতিতে কারেন্ট ইনজুরি আসারও সুযোগ থাকে। তবে আমি এখন অনেক ভালো অনুভব করছি। সেভাবেই দলের জন্য প্রস্তুতি নিচ্ছি।’



মন্তব্য চালু নেই