পৃথিবীর সবথেকে বড় মালবাহী বিমানের সফল উড়ান

পৃথিবীর সবথেকে বড় মালবাহী বিমানের সফল উড়ান। অনেক দিনের প্রচেষ্টা, অনেক রাত জাগা শ্রমের চেষ্টা, পরিশেষে সফল উড়ান ও অবতরণ। নাম ‘বুরান’। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার আগে ১৯৮৮ সালে পৃথিবীর সবথেকে বড় মালবাহী বিমান ‘বুরান’ বানানোর চেষ্টা করে। আংশিক সফলতা অর্জন করলেও পুরোপুরি সফল হয়নি সোভিয়েত ইউনিয়ন।

এরপর সোভিয়েত ইউনিয়ন ভেঙে গিয়ে টুকরো টুকরো হয়ে যায়, ‘বুরান’ থেকে যায় স্বাধীন ইউক্রেনেই। ২০০১ সালে ইউক্রেন ‘বুরান’-এর ‘দ্বিতীয় জীবন’ আবিষ্কার করার চেষ্টা করে।

অবশেষে সফল সেই প্রচেষ্টা। ২৫০ টন ওজনের পণ্য অনায়াসেই নিজের ‘পেটে’ নিয়ে উড়তে পারবে ‘বুরান’। আপাতত ১৩৩ টন মাল বোঝাই করে উড়ান সম্পন্ন করেছে পৃথিবীর সবথেকে বড় মালবাহী বিমান। অস্ট্রেলিয়ায় পার্থে অবতরণ করার সময় পৃথিবীর সবথেকে বড় মালবাহী বিমান বুরানকে দেখার জন্য ৫০,০০০ মানুষ অধীর অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন।



মন্তব্য চালু নেই