পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর এই ডাইনোসর, কিন্তু কেন?

টি-রেক্স বা ট্রাইনোসরাস রেক্স কেন পৃথিবীতে ঘুরে বেরানো সবচাইতে ভয়ঙ্কর ডাইনোসর ছিল। কিন্তু অন্যদের চেয়ে এই প্রজাতির ডাইনোসরেরা এতটা ভয়ঙ্কর ছিল কেন?

বিজ্ঞানীরা নতুন এক আবিষ্কারের দাবি করেছেন। তারা বলছেন, এর মাধ্যমে বোঝা যাবে টি-রেক্স বা ট্রাইনোসরাস রেক্স কেন পৃথিবীতে ঘুরে বেরানো সবচাইতে ভয়ঙ্কর ডাইনোসর ছিল।

উত্তর উজবেকিস্তানের মরুভূমিতে টাইরানোসর পরিবারের এক নতুন প্রজাতির দেহাবশেষের সন্ধান পাওয়া গেছে।

টিমুরলেঙ্গিয়া নামে পরিচিত এই প্রজাতিটি টি-রেক্সেরও কুড়ি মিলিয়ন বছর আগে পৃথিবীতে ছিল বলে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞানীরা বলছেন, এটি ছিল ঘোড়ার আকৃতির। তবে এদের মস্তিষ্ক ছিল উন্নত। ফলে বৃহদাকৃতি হবার আগে টাইরানোসররা অধিক বুদ্ধিমান ছিল বলে প্রতীয়মান হচ্ছে।



মন্তব্য চালু নেই