পৃথিবীর সবচেয়ে বড় ব্লাউজ!

গিনেস বুকে রেকর্ডের নাম লেখানোর জন্য অনেকেই অনেক কিছু করে থাকে। বিভিন্ন দেশের বিভিন্ন মানুষ বিচিত্র জিনিসপত্র ও বিচিত্র কাজ করে গিনেস বুকের নজর কেড়ে থাকে। সেক্ষেত্রে ভারতও একদম পিছিয়ে নেই।

এবার একদম অভিনব একটি কাজ করে গিনেস বুক অব রেকর্ডস’য়ে নাম লেখালেন ভারতীয় এক নারী। তিনি বিশ্বের সবচেয়ে বড় ব্লাউজটি তৈরী করলেন। অনুরাধা এসওয়ার নামের সেই মহিলা যে ব্লাউজটি তৈরী করেছেন তা উচ্চতায় ৩০ ফুট আর চওড়া ৪৪ ফুট। তবে ব্লাউজটি বানানো হয়েছে ২০১৪ সালে। সম্প্রতি গিনেস বুক অফ রেকর্ডসের এর স্বীকৃতি এসেছে।

বনয় ফ্যাসনস-এর কর্ণধার অনুরাধা খুব সহজে এই ব্লাউজটি তৈরি করতে পারেননি। ৫ জন কারিগর ৭২ ঘণ্টায় এই ব্লাউজ বানান। এতে ব্যবহার করা হয়েছে ২৮০ মিটার ছাপা সুতির কাপড় এবং ২০ মিটার কমলা রং-এর পলিয়েস্টার পাইপিং।

শুধু গিনেস রেকর্ডই নয়, এই ব্লাউজ স্বীকৃতি পেয়েছে আরও বহু প্রতিষ্ঠানের থেকে। এর মধ্যে রয়েছে, লিমকা বুক অফ রেকর্ডস, ইন্ডিয়া বুক অফ রেকর্ডস, ওয়ার্ল্ড রেকর্ডস ইন্ডিয়া, ইউনিভার্সাল রেকর্ড ফোরাম, গোল্ডেন বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস রয়েছে।

সূত্র: এবেলা



মন্তব্য চালু নেই