পৃথিবীর গায়ে ওই গোল বস্তুটি কী? কী ধরা পড়ল নাসা-র ক্যমেরায়?

অবজারভেটরি থেকে চোখ তাক করে রয়েছে উপগ্রহ-ক্যামেরায়। এমন সময়ে দেখে গেল যে দৃশ্য, তার জন্য দর্শকরা মোটেই প্রস্তুত ছিলেন না।

নাসা-র ক্লাইমেট অবজারভেটরি এবং পৃথিবীর মাঝখান দিয়ে ধীরে ধীরে চলে গেল এক বিষন্ন রংয়ের দোলক। নীবিড়নিলীমায় আচ্ছন্ন বসুন্ধরার গায়ে সে সত্যিই এক বিষাদকরুণ ছাপ। না কোনও অচেনা বস্তু সে নয়, আবার তাকে ঠিক চেনাও বলা যায় না। সে আসলে পৃথাবী নামক গ্রহটির সবেধন নীলমণি উপগ্রহ চাঁদ। আর তার যে অংশটি ধরা পড়েছে সেটা আক্ষরিক অর্থেই ‘ডার্ক সাইড অফ দ্য মুন’। চাঁদের সেই পিঠে আলো পৌঁছয় না। আর তাই এই অপার্থিব কন্ট্রাস্ট।

নাসা-র ক্যামেরায় চাঁদের এই পরিভ্রমণের অসামান্য ছবি ৫ ঘণ্টা ধরে। এগুলি তোলা হয়েছে নাসা-র আর্থ পলিক্রোম্যাটিক ইমেজিং ক্যামেরায়, ভূপৃষ্ঠ থেকে ১ মিলিয়ন মাইল উপরে।



মন্তব্য চালু নেই