পুলিশ কামড়ানো শিবির কর্মীকে হন্যে হয়ে খুঁজছে গোয়েন্দারা

বরিশালে হরতালে পুলিশকে কামড়ানো শিবির কর্মীকে হন্যে হয়ে খুঁজছে গোয়েন্দা পুলিশ।

বুধবার সকাল ৬টার দিকে বরিশাল নগর বিশেষ শাখার (সিটিএসবি) পুলিশ সদস্য জয়নাল আবেদিনের হাত কামড়ে দেয় এক শিবির কর্মী। সে সময় শিবির কর্মীরা ওই পুলিশ সদস্যকে মারধরও করে।

পরে সেখানে আরো পুলিশ সদস্য এলে শিবির কর্মীরা একটি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। তবে সকালের ওই ঘটনা পর বরিশালে আর কোথাও হরতালের সমর্থনকারীদের তৎপরতা দেখা যায়নি।

আহত জয়নাল আবেদিনকে শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, হরতালের সমর্থনে সকালে নগরীর বান্দ রোডস্থ স্টেডিয়ামের সামনে শিবিরের কর্মীরা সড়ক অবরোধ করে মিছিল শুরু করে। এ সময় সেখানে পুলিশ বাধা দিতে গেলে একা পেয়ে জয়নাল আবেদিনকে মারধর করে ও হাত কামড়ে দেয় শিবির কর্মীরা। একপর্যায়ে তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেলও ছোড়ে। তবে আরো পুলিশ এগিয়ে গেলে শিবির কর্মীরা পালিয়ে যায়।

এ ব্যাপারে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার শৈবাল কান্তি মজুমদার জানান, নগরীতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি রয়েছে। বিশেষ বিশেষ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। তবে বান্দ রোডের ওখানে পুলিশ না থাকায় সেখানে শিবির কিছুটা সময় তৎপতা দেখিয়েছে। এ ঘটনায় দোষীদের খুঁজে বের করার চেষ্টা চলছে বলে জানান তিনি।

এদিকে বরিশালের অভ্যন্তরীণ সকল নৌরুটে লঞ্চ চলাচল করলেও দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি।



মন্তব্য চালু নেই