পুলিশে ফের পদোন্নতি, ২৭ এডিশনাল ডিআইজি

২৭ জন পুলিশ সুপারকে (এসপি) অতিরিক্ত উপ-মহাপরিদর্শক( অতিরিক্ত ডিআইজি) পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা একেএম কামরুল আহছান মঙ্গলবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন- টুরিস্ট পুলিশের এসপি আওলাদ হোসেন, চট্রগ্রাম মহানগর পুলিশের উপ-কমিশনার (ডিসি) মাসুদ উল হাসান, ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার মো. মাসুদুর রহমার ভূঞা, বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া) মো. নজরুল ইসলাম, ইন্ডাস্ট্রিয়াল পুলিশের এসপি মো. সায়েদুর রহমান, ভোলার এসপি কুসুম দেওয়ান, চাপাইনবাবগঞ্জের এসপি বশির আহম্মদ, ঢাকার এসপি হাবিবুর রহমান, ডিএমপির ডিসি আনোয়ার হোসেন, চট্রগ্রামের এসপি হাফিজ আক্তার, নারায়ণগঞ্জের এসপি ড.খন্দকার মুহিত উদ্দিন আহমেদ, লালবাগের ডিসি মফিজ উদ্দিন আহমেদ, ডিএমপির ডিসি আবদুল বাতেন, ডিএমপির ডিসি ইমতিয়াজ আহমেদ, পুলিশ সদর দপ্তরের সহকারী মহা-পরিদর্শক মো. আতাউল কিবরিয়া, ডিএমপির ডিসি মো. মাঈনুল হাসান, পুলিশ সদর দপ্তরের সহকারী মহা-পরিদর্শক মো. আবুল কালাম সিদ্দিক, রাজশাহীর পুলিশ সুপার মো. নিসারুল আরিফ, সাতক্ষীরার এসপি চৌধুরী মঞ্জুরুল কবির, খুলনার এসপি হাবিবুর রহমান। রংপুরের এসপি মো. আবদুর রাজ্জাক,পুলিশ সদর দপ্তরের এআইজি ড. শোয়েব রিয়াজ আলম, পুলিশ সদর দপ্তরের এআইজি মো. রেজাউল করিম, মিরপুর বিভাগের ডিসি মো.কাইয়ুমুজ্জামান খান, পুলিশ সদর দপ্তরের এআইজি মো.আমিনুল ইসলাম, টাঙ্গাইলের এসপি সালেহ মোহাম্মদ তানভীর ও ডিএমপির ডিসি মো. আবদুল কুদ্দুস আমিন।



মন্তব্য চালু নেই