পুলিশের গাড়িতে পেট্রোলবোমা, দগ্ধ ৫

রাজধানীর রমনা থানার মৎস্য ভবন এলাকায় শনিবার রাতে পুলিশের গাড়িতে ককটেল ও পেট্রোলবোমা ছুড়েছে দুর্বৃত্তরা। আহত হয়েছেন ১৬ জন। এদের মধ্যে দগ্ধ হয়েছেন পুলিশের পাঁচ সদস্য। দগ্ধ পুলিশ সদস্যদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দগ্ধ পুলিশ সদস্যরা হলেন, উপপরিদর্শক (এসআই) আজহার এবং কনস্টেবল মোরশেদ, লিখন, বদিয়ার ও শামীম।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, রাত সাড়ে আটটার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (পিজি হাসপাতাল) দায়িত্ব পালন শেষে রাজারবাগ পুলিশ লাইনে ফিরছিলেন পুলিশের ওই সদস্যরা।

গাড়িটি মৎস্য ভবনের সামনে পৌঁছালে দুর্বৃত্তরা গাড়ি লক্ষ্য করে ককটেল ও পেট্রোলবোমা নিক্ষেপ করে। এতে তারা দগ্ধ হন। তাদের মধ্যে শামীমের অবস্থা আশঙ্কাজনক। রাত নয়টার দিকে এই পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।

পেট্রোল বোমা মারার সঙ্গে সঙ্গে চালক নিয়ন্ত্রণ হারান। গাড়িটি রোড ডিভাইডারের ওপর উঠে যায়। এ সময় আতঙ্কিত হয়ে লাফিয়ে নামতে গিয়ে অন্যরা আহত হন । এদের মধ্যে দুজন অন্য একটি চলন্ত গাড়ির সঙ্গে ধাক্কা খান।

আহত বাকিদের রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে।



মন্তব্য চালু নেই