পুলিশের ‘অমানবিক আচরণে’ ক্ষমাপ্রার্থী মিশরের প্রেসিডেন্ট

পুলিশের অমানবিক আচরণের জন্যে জনগণের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইলেন মিশরের রাষ্ট্রপ্রধান আব্দেল ফাত্তাহ আল সিসি।

রোববার নতুন সপ্তাহের সরকারি কার্যক্রম শুরুর প্রাক্কালে তিনি ক্ষমাপ্রার্থনা করেন।

তিনি বলেছেন, ‘মিশরের যে সকল নাগরিক পুলিশ কর্তৃক অমানবিক হয়রানির শিকার হয়েছেন, প্রত্যেকের কাছে আমি ক্ষমাপ্রার্থী। নাগরিকদের ভাগ্যে যা কিছু ঘটবে সবকিছুর সঙ্গেই আমি অঙ্গাঙ্গিভাবে জড়িত।’

কোন কদরে তিনি আকস্মিকভাবে এ ক্ষমা প্রার্থনা করলেন তা বোঝা গেলেও এ সংক্রান্ত কোনো প্রকার ভবিষ্যত পরিকল্পনা তিনি ঘোষণা করেননি।

সম্প্রতি পুলিশ এক আইনজীবীর ওপর জুতো হাতে চড়াও হয়। এর প্রেক্ষিতেই সিসির এ ক্ষমাপ্রার্থনা।

ঐ ঘটনার পর মিশরের আইনজীবী সমিতি একদিনের বিক্ষোভ সামবেশ পালন করেন।

সাবেক একনায়ক রাষ্ট্রপ্রধান হোসনে মোবারকের পতনের পর থেকে রাষ্ট্রে পুলিশের ক্ষমতা অনেকটাই কমে এসেছে। এরপরও সম্প্রতি পুলিশের হাতে বেশ কিছু নাগরিক-হত্যাকাণ্ড ও লাঞ্ছনার ঘটনা ঘটেছে।

এগুলোর মধ্যে মিশরের বিভিন্ন আদালেতে গৃহীত অভিযোগগুলোর মধ্যে অন্যতম হলো, পুলিশের হাতে একাধিক নাগরিক হত্যা; যাদের ভেতর রয়েছেন আরব বসন্তের অন্যতম আন্দোলনকর্মী এক তরুণী।

এছাড়া পুলিশ স্টেশনে এক আইনজীবীকে পিটিয়ে হত্যা এবং মোরসির সমর্থকদের হাসপাতালে চিকিৎসারত অবস্থায় লাঞ্ছিত করার অভিযোগ গ্রহণ করেছে মিশরের আদালত।



মন্তব্য চালু নেই