পুরো দেহ, মাথা অর্ধেক!

দীর্ঘ প্রতীক্ষার পর মায়ের কোলে এসেছে ছেলে নবজাতক। তবে অন্যান্য নবজাতকের মতো নয়, অস্বাভাবিক। পুরো শরীর ঠিকই আছে কিন্তু মাথা হয়েছে অর্ধেক।

এমনই এক শিশুর জন্ম হয়েছে নাটোরের সিংড়ায়। বর্তমানে অস্বাভাবিক ওই শিশুটি সুস্থ ও স্বাভাবিক রয়েছে। তবে চিকিৎসক বলছেন, এ ধরণের শিশু কম সময়ই বেঁচে থাকে।

সোমবার দুপুর ২টায় পৌর শহরের চকসিংড়া মহল্লার আব্দুল মতিনের স্ত্রী শিউলী বেগম এ ছেলে ন্তানের জন্ম দেন। অর্ধ মস্তিস্কের অস্বাভাবিক এই শিশুটি সুস্থ ও স্বাভাবিক রয়েছে।

পারিবারিক ও ক্লিনিক সূত্রে জানা গেছে, পৌর শহরের চকসিংড়া মহল্লার আব্দুল মতিনের সন্তান সম্ভবা স্ত্রী শিউলী বেগমেকে পরিবারের লোকজন স্থানীয় একটি বেসরকারী ক্লিনিকে ভর্তি করে। পরে ডা. আখের আলী মন্ডল সিজারিয়ানের মাধ্যমে শিশুটি হয়েছে। প্রায় ১১ বছর আগে আব্দুল মতিনের সাথে শিউলী বেগমের বিয়ে হয়। তাদের ঘরে এক ছেলে এক মেয়ে হয়।

ডা. আখের আলী মন্ডল জানান, জন্মগত ত্রুটির কারনে এরকম শিশুর জন্ম হয়। তবে এ ধরনের শিশুরা খুব কম বাঁচে।



মন্তব্য চালু নেই