পুরোনো স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ বন্ধ, কেন জানেন?

অ্যান্ড্রয়েড, আইওএস ও উইন্ডোজ ৭ অপারেটিং সিস্টেম চালিত বা তারও আগের অপারেটিং সিস্টেম চালিত ডিভাইসে হোয়াটসঅ্যাপ কাজ করবে না। কারণ জনপ্রিয় মেসেজিং সেবা হোয়াটসঅ্যাপের পুরোনো বেশকিছু স্মার্টফোনের জন্য সমর্থন বন্ধ করে দেয়া হয়েছে।

নতুন বছরের শুরুতেই এ সেবা বন্ধ করলো হোয়াটসঅ্যাপ। তবে এ পদক্ষেপের ফলে সমালোচনায় পড়েছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।

হোয়াটসঅ্যাপ সমর্থন পেজের তথ্য অনুযায়ী, এরই মধ্যে কয়েকটি প্লাটফর্মের পুরনো ডিভাইসের জন্য সমর্থন বন্ধ করা হয়েছে। আগামী ৩০ জুনের পর আর কোনোভাবেই পুরোনো স্মার্টফোন ও অপারেটিং সিস্টেমচালিত ডিভাইসের জন্য সমর্থন বাড়ানো হবে না।

ধারণা করা হচ্ছে, ধারাবাহিকভাবে নতুন ফিচার যুক্ত করা ও গ্রাহক নিরাপত্তা জোরদারে এ পদক্ষেপ নেয়া হয়েছে।



মন্তব্য চালু নেই