পুরুষের বড় আকারের শুক্রাণু বেশি উর্বর হয়

পুরুষের উর্বরতার পেছনে তার শুক্রাণুর আকারের সম্পর্ক রয়েছে বলে জানান বিজ্ঞানীরা। এক গবেষণায় দেখা গেছে, পুরুষের যে শুক্রাণুর আকার বড়, তারা ছোট আকৃতির শুক্রাণুর চেয়ে বেশি কার্যকর। ইউনিভার্সিটি অব শেফিল্ড এর গবেষকরা পুরুষদের বাবা হয়ে ওঠার পেছনে তার শুক্রাণুর ভূমিকা নিয়ে এ গবেষণা করেন।যদিও পরীক্ষাটি পুরুষ প্রজাতির পাখির ওপর করা হয়েছে, তারপরও বিজ্ঞানীরা জানান, এই ঘটনাটি অন্যান্য প্রাণীর ক্ষেত্রেও প্রযোজ্য যা কিনা মানুষের ক্ষেত্রেও ঘটতে পারে।বড় আকারের শুক্রাণু ছোটগুলোর চেয়ে বেশি দ্রুত গতিসম্পন্ন এবং শক্তিশালী। এদের পেছনের চাবুকের মতো লেজ দ্রুত ছুটে যেতে সহায়তা করে। এদের মাথা এবং লেজের মাঝের অংশটি ‘পাওয়ার প্ল্যান্ট’ নামে পরিচিত। এই অংশটি বেশি শক্তি উৎপন্ন করে।
‘প্রসিডিং অব দ্য রয়েল সোসাইটি বি’ জার্নালে এ বিষয়ে কয়েক দফা গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়। এসব গবেষণার পর বলা হচ্ছে, বড় আকারের শুক্রাণুরাই নারীর গর্ভবতী হতে বেশি ভূমিকা রাখে।এ ছাড়া বড় শুক্রাণুতে বেশি সংখ্যক ভ্রূণ থাকে, প্রায় ৬৪টি। আর ছোট আকৃতির শুক্রাণুতে থাকে ৩৫টি।প্রধান গবেষক ড. ক্লেয়ার বেনিনসন বলেন, কাজেই যে সব পুরুষের শুক্রাণুর আকার বড় হয়, তারা অনেক বেশি উর্বর। নারীকে গর্ভবতী করার প্রক্রিয়াটি শুক্রাণু কিভাবে নারীর ডিম্বাণুতে মিলিত হয় তার ওপর নির্ভর করলেও, বড় শুক্রাণুগুলোই বেশি ক্ষমতাশালী।



মন্তব্য চালু নেই