পুরুষের ত্বক ভালো রাখতে ময়েশ্চারাইজার

পানি ছাড়া যেমন আমরা বাঁচতে পারিনা, ঠিক তেমনি আদ্রতা ছাড়া ত্বক ভালো থাকতে পারেনা। ঠিকমতো যত্ন না নিলে ত্বক দেখায় শুষ্ক আর নিষ্প্রাণ। ধীরে ধীরে নষ্ট হয় ত্বকের সৌন্দর্য। বয়স বাড়ার আগেই বলিরেখা দেখা দেয়। কিন্তু ঠিক মতো ময়েশ্চারাইজারের ব্যবহার আপনার ত্বককে কোমল রাখে। এটা ত্বকের কোষ গঠন ও সুস্থতা রক্ষায় সহায়তা করে। তাই পুরুষের ত্বক ভালো রাখতে জেনে ময়েশ্চারাইজার কী উপকার করে তা জেনে নিন-

– আপনার ত্বকের নিজস্ব ক্ষমতা রয়েছে সুস্থ থাকার। ময়েশ্চারাইজার এ কাজটি ভালোভাবে করতে সাহায্য করে।

– দূষণ এবং ময়লা আপনার ত্বকের শত্রু। ময়েশ্চারাইজার এসবের বিরুদ্ধে কাজ করে এবং ত্বককে নমনীয় রাখে।

– আপনার ত্বকের জন্য উপযুক্ত ময়েশ্চারাইজার বেছে নিতে হবে।

– ময়েশ্চারাইজার ত্বককে উজ্জ্বল করে না। এটা ত্বককে দূষণ এবং ধুলাবালি থেকে রক্ষা করে এবং আদ্রতা ধরে রাখে।

– যে ময়েশ্চারাইজারে সানস্ক্রিনের গুণাগুণ রয়েছে তা ত্বকের জন্য বেশি ভালো।

– অনেকে মনে করেন ময়েশ্চারাইজার শুধুমাত্র দিনের বেলায় ব্যবহার করতে হয় কিন্তু তা ঠিক নয়। রাতেও ময়েশ্চারাইজার ব্যবহার করতে হয়। কারণ ঘুমানোর পর আমাদের ত্বক শুষ্ক হয়ে পড়ে।

– শেভ করার পর অবশ্যই ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিৎ। তা নাহলে ত্বক রুক্ষ হয়ে পড়ে।

– শীতকালে শুষ্ক আবহাওয়ার কারণে ময়েশ্চারাইজার বেশি ব্যবহার করতে হয়। ময়েশ্চারাইজার ব্যবহারে ত্বক হয় মসৃণ। যা আপনার বয়সকেও লুকাতে সহায়তা করে।



মন্তব্য চালু নেই