পুরুষরাও তৈরি করতে পারবে সুস্বাদু পিজ্জা, জেনে নিন রেসিপি

এখন থেকে পুরুষরাও ঘরে বসে তৈরি করতে পারবে রেস্টুরেন্টের সুস্বাদু ‘পিজ্জা’। যা সকালে পরোটার সাথে খেতে দারুণ লাগে। মনে মনে নিশ্চয় ভাবছেন এটা তৈরি করবো কিভাবে? আর ভাবনা নয়, সৌখিন পুরুষদের জন্য সুস্বাদু এই খাবারটির রেসিপি বলে দিচ্ছি।

উপকরণ:

২ কাপ আটা, ১.১/৪ কাপ চিজ, ১/২ কাপ ক্যাপসিকাম কুচি, ১/২ কাপ পেঁয়াজ কুচি, ১/৪ কাপ বেবি কর্ণ, ৮-১০ টি অলিভ কুচি, লাল শুকনো মরিচ গুঁড়ো, পিজ্জা সস, পেস্ত সস, তেল, লবণ, পানি,

প্রণালী:

১। প্রথমে আটা, লবণ এবং পানি মিশিয়ে ডো তৈরি করে নিন।

২। ডোটিতে অল্প তেল দিয়ে মাখিয়ে ঢাকনা দিয়ে ১৫ থেকে ২০ মিনিট রেখে দিন।

৩। এখন আরেকটি প্যানে মোজারেলা চিজ, ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি, বেবি কর্ণ ( যা মাইক্রোওয়েবে ২০ সেকেন্ড গরম করা), অলিভ কুচি, লবণ, ইটালিয়ান সিজলিন, দিয়ে ভাল করে মিশিয়ে নিন।

৪। এখন ডো থেকে লেচী কেটে বড় একটা রুটি তৈরি করুন।

৫। এখন রুটির চারপাশে পিজ্জা সস ভাল করে লাগিয়ে নিন।

৬। তারপর চিজের পুরটি অর্ধেক পরোটার একপাশে ছড়িয়ে দিন।

৭। এবার পরোটা অপর পাশ থেকে ভাঁজ করে পুরটা ঢেকে দিন। ৮। এখন কাটা চামচের বিপরীত পাশ দিয়ে পরোটার মুখটি চাপ দিয়ে দিন।

৯। এবার আরেকটি পরোটায় পস্তো সস এবং চিজের পুর দিয়ে দিন।

১০। তারপর প্যানে অল্প তেল দিয়ে ভাজুন।

১১। বাদামী রং হয়ে গেলে পরিবেশন করুন মজাদার পিজ্জা পরোটা।



মন্তব্য চালু নেই