পুরুষদের জন্মনিরোধক ট্যাবলেট!

এত দিন ছিল নারীদের জন্য, এবার পুরুষদের জন্যও তৈরি হলো জন্মনিরোধক ট্যাবলেট। গবেষকরা জানান, ট্যাবলেটটির ৯৯ শতাংশ কার্যকর হবে। তাদের বক্তব্য, এই ট্যাবলেটের সাহায্যে স্পার্মের মধ্যে যে এনজাইম রয়েছে, তা দুর্বল হয়ে যাবে। এর ফলে নারীরা অন্তঃসত্ত্বা হয়ে পড়বেন না।

ট্যাবলেটটি ভেষজ। তৈরি হয় জেন্ডারুসা গাছের রস দিয়ে, এটা মূলত একটি ইন্দোনেশিয়ার উদ্ভিদ। এই গাছের রস পাপুয়া দ্বীপের আদিবাসী পুরুষরা তাদের স্ত্রীদের অন্তঃসত্ত্বা হওয়া রুখতে দীর্ঘদিন ধরে ব্যবহার করছেন।

ইন্দোনেশিয়ার এয়ারলাঙ্গা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ব্যামব্যাং প্রাজোগো এই জেন্ডারুসা গাছটি প্রথম ১৯৮৫ সালে গবেষণাগারে এনেছিলেন। তারপর এর থেকে ট্যাবলেট তৈরির কাজ শুরু হয়। তবে এই ট্যাবলেট খেলে পুরুষদের স্পার্ম প্রজননের ক্ষমতা হারাবে না। পুরুষদের স্পার্ম এক মাসের মধ্যেই আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। এই ট্যাবলেটের মন্দপ্রভাব হচ্ছে, খুব সহজে ওজন বেড়ে যায়।

তথ্যসূত্র : এবিপিআনন্দ



মন্তব্য চালু নেই