পুরুষদের কাছে সেক্স হল মরণ-বাঁচন সমস্যা

খিদে পাওয়া বা ঘুম পাওয়াটা যেমন মানুষের নিত্য চাহিদা, পুরুষেরা তেমনই ভাবেন যৌনতা নিয়ে। শতকরা ৭০ শতাংশ পুরুষেরাই নিরন্তর যৌনতা নিয়ে ভাবতে থাকেন। অন্যদিকে মহিলাদের মধ্যে শতকরার হিসেবে সংখ্যাটা মাত্র ১০-২০ শতাংশ।

ব্রিটেনের এক নামী সাইকোলজিস্টর ধারণা অন্তত এমনটাই। এমিলি নাগস্কি, ম্যাসাচুসেটস-এর স্মিথ কলেজের এই অধ্যাপিকা বলছেন, “পুরুষদের কাছে সেক্স হল মারণ-বাঁচন সমস্যা।

তাঁরা মনে করে, মিলিত না হলে তাঁরা মরে যাবেন!” পুরুষদের জন্য এই অধ্যাপিকার পরমার্শ, সঙ্গিনী আপনার মতো ভাবেন না বলে হীনমন্যতায় ভুগবেন না। কারণ মহিলাদের কাছে সেক্সুয়াল প্লেজারের থেকেও গুরুত্বপূর্ণ হল রোম্যান্স।

এমিলির গবেষণাপত্রটি নিউ ইয়র্ক টাইমস-এ প্রকাশিত হয়েছে যেখানে তিনি দাবি করেছেন, পুরুষেরা খিদে-ঘুমের মতো অনুভূতির মতোই ভাবেন সেক্সকে।



মন্তব্য চালু নেই