৪৪তম জাতীয় স্কুল-মাদরাসা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা

পুরষ্কার বিতরণীর মধ্য দিয়ে সমাপণি ঘটলো কলারোয়ায় ক্ষুদে শিক্ষার্থীদের ক্রীড়াযজ্ঞ

পুরষ্কার বিতরণীর মধ্যদিয়ে শেষ হলো ক্ষুদে কোমলমতি শিক্ষার্থীদের অংশ গ্রহণে সাতক্ষীরার কলারোয়ায় উপজেলা পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতা। ৪৪তম জাতীয় স্কুল-মাদরাসা শীতকালীন এ ক্রীড়া প্রতিযোগিতায় কলারোয়া উপজেলায় বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসার ছাত্র-ছাত্রীরা ৩৩টি ইভেন্টের বিভিন্ন খেলায় অংশ নেয়। ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, ভলিবল, দৌড়, ঝাপ, বর্শা-গোলক নিক্ষেপ সহ বিভিন্ন প্রকার খেলার এ প্রতিযোগিতার শেষ দিন বুধবার দুপুরের দিকে ক্রিকেটের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। ১কলারোয়া পাইলট হাইস্কুল ২ফুটবল মাঠে আয়োজিত এ খেলায় টসে হেরে নির্ধারিত ৮ওভারে কয়লা হাইস্কুল সব ক’টি উইকেট হারিয়ে ৩৮রান সংগ্রহ করে। জবাবে ৪উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌছে কলারোয়া জিকেএমকে পাইলট হাইস্কুল ক্রিকেট ইভেন্টের চ্যাম্পিয়ন হয়। এর আগে ক্রিকেটের ফাইনাল ম্যাচ উদ্বোধন করেন কলারোয়া পাবলিক ইন্সটিটিউটের সা.সম্পাদক এড.শেখ কামাল রেজা, পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক আ.রব, কলারোয়া প্রেসক্লাবের সা.সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল ও যুগ্ম সা.সম্পাদক প্রভাষক আরিফ মাহমুদ। খেলা গুলো পরিচালনা করেন মাস্টার মাসউদ পারভেজ মিলন, শেখ শাহাজাহান আলী শাহীন, বদরুজ্জামান বিপ্লব, নাজমুল হুসাইন মিলন প্রমুখ। পরে এ প্রতিযোগিতার সমাপনি ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল হামিদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। বিশেষ অতিথি ছিলেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম, প্রধান শিক্ষক আ.রব, কপাই সা.সম্পাদক এড.শেখ কামাল রেজা, প্রেসক্লাব যুগ্ম সা.সম্পাদক প্রভাষক আরিফ মাহমুদ, অধ্যক্ষ আইয়ুব হোসেন ও মাদরাসা শিক্ষক নেতা এটিএম রুহুল কুদ্দুস। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক ও অন্যান্য প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ধারাভাষ্য প্রদাণ ও সমাপনি অনুষ্ঠান পরিচালনা করেন অধ্যাপক রফিকুল ইসলাম ও মাস্টার শেখ শাহজাহান আলী শাহীন।৩



মন্তব্য চালু নেই