পুরনো রেকর্ডে চোখ আফ্রিদির

ওয়ানডে ক্রিকেটের দ্রুততম শতকের মালিক ছিলেন তিনি।

২০১৪ সালের শুরুতে সেই রেকর্ড কেড়ে নেন নিউজিল্যান্ডের কোরি অ্যান্ডারসন। এক বছর ঘুরতে না ঘুরতেই আবারো ব্যাটন বদল হয়। ২০১৫ সালের তৃতীয় সপ্তাহে রেকর্ডের নতুন মালিক দক্ষিণ আফ্রিকার বিস্ফোরক ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স। মাত্র ৩১ বলে সেঞ্চুরি করে ক্রিকেট বিশ্বকে চমকে দেন প্রোটিয়া অধিনায়ক।

কিন্তু পাকিস্তানের শহীদ আফ্রিদি অনুজ ডি ভিলিয়ার্সের কীর্তিকে একেবারে ‘অস্পর্শনীয়’ কিংবা ‘অলঙ্ঘনীয়’ ভাবছেন না। নিজের পুরনো রেকর্ডটাকে আবারো নিজের ঝুলিতেই ভরতে চাইছেন তিনি। এজন্য আসন্ন নিউজিল্যান্ড সফর ও বিশ্বকাপকেই ক্ষেত্র ভাবছেন ৩৪ বছর বয়সী পাঠান ব্যাটসম্যান।

মঙ্গলবার এক সাক্ষাৎকারে আফ্রিদি বলেন, ‘পরিকল্পনা করে কখনো এমন রেকর্ড গড়া যায় না। বিশেষ কোনো দিনে এটা হয়ে যায়, যখন কারো আত্মবিশ্বাস থাকে আকাশ ছোঁয়া। এখন আমার জন্য আবার যদি কোনো স্পেশাল একটা দিন আসে আর সবকিছু ঠিকঠাকভাবে হয় তাহলে আসন্ন নিউজিল্যান্ড সফর ও বিশ্বকাপে ডি ভিলিয়ার্সের গড়া রেকর্ডটা আবার নিজের করে নিতে চাই আমি।’

তবে ডি ভিলিয়ার্সের মতো ব্যাটসম্যান ওয়ানডের দ্রুততম অর্ধশতক ও শতকের মালিক হওয়ায় খুশি আফ্রিদি। পাক অলরাউন্ডার সংযুক্তি হিসেবে জানান, ‘রোববার সে চ্যাম্পিয়নের মতো খেলেছে, আর সেই দিনটাও ছিল তারই। সুতরাং এই রেকর্ডের যোগ্য মালিক সে’ই।’ প্রসঙ্গত, তিন দিন আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই রেকর্ড গড়েন ভিলিয়ার্স। এর আগে ১৯৯৬ সালে নাইরোবিতে শ্রীলঙ্কার বিপক্ষে ৩৭ বলে সেঞ্চুরি করেছিলেন আফ্রিদি। যা ১৭ বছর টিকে ছিল



মন্তব্য চালু নেই