গণবিশ্ববিদ্যালয়

পুনঃনির্বাচনে-কেন্দ্রীয় ছাত্র সংসদের জি এস ইমরান

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গণবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের জিএস পদের পুনঃ নির্বাচন ২০ দিন পর মঙ্গলবার (১৮আগস্ট)অনুষ্ঠিত হয়েছে।

এতে জিএস পদে ফার্মেসি বিভাগের মো. ইমরান হোসেন ১২ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ব্যবসায় প্রশাসন বিভাগের জীবন খান ৮ ভোট পায়।

বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ২১৮ নং কক্ষে সকাল ১১ টা থেকে ১২ টা পর্যন্ত শান্তিপূর্ণ ভাবে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর মো. সিরাজুল ইসলাম। এসময় বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে দায়িত্ব প্রাপ্ত শিক্ষকরা উপস্থিত ছিলেন।

নির্বাচনে বিভিন্ন বিভাগ থেকে নির্বাচিত ২৬ জন প্রতিনিধির মধ্যে ২০জন ভোটে অংশ গ্রহণ করেন।তবে বাকী ৬জন প্রতিনিধির কেন ভোটে অংশগ্রহণ করেনি এ সম্বন্ধে কিছু জানা যায়নি।

নির্বাচনের ভোটগ্রহণশেষে প্রাথমিকভাবে ফলাফল প্রকাশ করা হয়।তবে চূড়ান্ত ফলাফল বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড ও ওয়েব সাইটের মাধ্যমে আগামীকাল প্রকাশ করা হবে।

এবিষয়ে প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর সিরাজুল ইসলাম বলেন, নির্বাচন শান্তিপূর্ণ ও সুন্দরভাবেসম্পন্নহয়েছে।

উল্লেখ্য, গত ২৭ জুলাই কেন্দ্রীয় ছাত্র সংসদের ২য় কার্যনির্বাহী কমিটির চূড়ান্ত নির্বাচনে জিএস পদে ৩ জন প্রার্থীর মধ্যে ২ জন সম পরিমাণ ভোট পান।পরে উপদেষ্টা পরিষদের বৈঠকে পুনঃনির্বাচনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।



মন্তব্য চালু নেই