পুঁইয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী মানব বন্ধন

Exif_JPEG_420

মোসা: শিউলি খাতুন, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পত্নীতলা উপজেলা সদর প্ুঁইয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের আয়োজনে জঙ্গিবাদ, সন্ত্রাস, গুপ্তহত্যা, নৈরাজ্য ও সাম্প্রদায়িকতার অপচেষ্টার বিরুদ্ধে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১১টায় নওগাঁ-নজিপুর আঞ্চলিক মহাসড়কের পুঁইয়া মোড়ে প্রায় দুই কিলোমিটার ব্যাপী মানব বন্ধন চলাকালে বক্তব্য রাখেন নজিপুর পৌরসভার মেয়র রেজাউল কবির চৌধুরী, বিদ্যালয়ের সভাপতি বাবু সুশীল চন্দ্র সরকার, প্রধান শিক্ষক মোস্তফা আলী মণ্ডল।

এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনোয়ারুল কাদির, এসএম গোলাম মোস্তফা, রবিউল হাসান, আকবর হোসেন, মকছেদুল আলম, রেজাউল করিম, জাহাঙ্গীর আলম, আজাদুল ইসলাম, জাকির হোসেন, ওবাইদুল ইসলাম, জহুরুল ইসলাম, আবু আসাদ, নাসরিন সুলতানা, পলি রাণী, ফেন্সি আক্তার, সুইট নাজনীন, অফিস সহকারী সমেশ চন্দ্র রায়, দপ্তরী নূরে আলম ও ভারত চন্দ্র পাল, নজিপুর প্রেস ক্লাব সভাপতি ইখতিয়ার উদ্দীন আজাদ, সাংবাদিক টিপু সুলতান প্রমুখ। মানব বন্ধনে বিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।



মন্তব্য চালু নেই