পিসি-ল্যাপটপ অতিরিক্ত গরম হলে

ব্যক্তিগত কম্পিউটার (পিসি) অথবা ল্যাপটপ মাত্রাতিরিক্ত গরম হওয়া কিন্তু ঝুঁকিপূর্ণ। এটা আপনার কম্পিউটারের ভালো রক্ষণ নয়। বেশি গরম হলে হঠাৎ হঠাৎ বন্ধ হয়ে যাবে, অপারেটিং সিস্টেম ক্র্যাশ করতে পারে এমনকি হার্ডওয়্যারের মারাত্মক ক্ষতিও হয়ে যেতে পারে। তাই এখনই ব্যবস্থা নিন। আর এর জন্য যা করতে হবে-

প্রথমত খেয়াল করুন ল্যাপটপ চালু থাকা অবস্থায় ভেতরের গরম বাতাস ঠিকঠাক বের হচ্ছে কি না। এ জন্য ল্যাপটপটি গদি বা নরম কিছুর উপর না রেখে শক্ত জিনিসের উপর রেখে কাজ করুন। আর ল্যাপটপটি কখনো অন/স্লিপ/হাইবারনেট অবস্থায় ব্যাগে ভরে রাখবেন না। বাজারে ল্যাপটপ কুল্যার পাওয়া যায়। দামি ও প্রয়োজনীয় জিনিসটা যত্নে ও নিরাপদে রাখতে একটু পয়সা খরচ করুন।

আর ডেস্কটপ কম্পিউটার হলে পরীক্ষা করে দেখুন ভেতরে ময়লা জমেছে কি না। ল্যাপটপেও ময়লা জমে এটিকে অতিরিক্তি গরম করে তুলতে পারে।

এর সমাধান হচ্ছে- একটু কষ্ট করে সাবধানে কম্পিউটারটি খুলে নরম ব্রাশ দিয়ে আলতো করে পরিষ্কার করুন। ডেস্কটপটি যে কম্পিউটার টেবিলে রেখে কাজ করছেন খেয়াল করুন সেখানে গরম বাতাস বের হওয়ার এবং বাতাস ঢুকার যথেষ্ট জায়গা আছে কি না।



মন্তব্য চালু নেই