পিলখানা হত্যাকাণ্ডের বিচারে বিজিবি কলঙ্কমুক্ত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২০০৯ সালে পিলখানা বিদ্রোহ ও হত্যাকাণ্ডের বিচারকার্যের মাধ্যমে এ বাহিনী কলঙ্কমুক্ত হয়েছে।

রোববার সকালে পিলখানায় বিজিবি দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘সীমান্তে দায়িত্ব পালনে বিজিবি সফল হয়েছে। বিজিবির তৎপরতার কারণেই সীমান্তে অপরাধ কমেছে।’

তিনি বলেন, বিজিবির আধুনিকায়নে সরকার কাজ করছে। তাদের বেতন-ভাতা বাড়ানো হয়েছে।

২০০৯ সালের মতো আত্মঘাতী ঘটনা যাতে না ঘটে সেই বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী।



মন্তব্য চালু নেই