পিকের বিরুদ্ধে অভিযোগ ভিএইচপির

আমির খান অভিনীত ছবি পিকের বিরুদ্ধে হিন্দু ধর্মের অনুভূতির প্রতি আঘাত হানার অভিযোগ তুলল বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)।এই ধরনের ছবি বন্ধ করার জন্য তাঁরা তথ্য ও সম্প্রচার মন্ত্রকের কাছে দাবিও জানিয়েছে।সেইসঙ্গে তারা সেন্সর বোর্ডের চিন্তাধারা পরিবর্তনেরও আর্জি জানিয়েছে।

 

একটি চিঠিতে বিশ্ব হিন্দু পরিষদ জানিয়েছে, ‘পিকে’ হিন্দু ধর্মের অনুভূতিতে আঘাত হানছে। সেইসঙ্গে সাধারণ মানুষের মনকেও প্ররোচিত করছে।

এই চিঠিতে স্বাক্ষর করেছেন ভিএইচপির মুখপাত্র বিনোদ বনশাল ও বিজয় শঙ্কর তিওয়ারি।তাঁদের বক্তব্য, এই ছবির মত এর আগেও বেশ কিছু ছবি হয়েছে, যেগুলি হিন্দু ধর্মে আঘাত করেছে।সেন্সর বোর্ড সেগুলিকে গুরুত্ব না দিয়ে উপেক্ষা করেছে।

 

বনশাল জানিয়েছেন, এই ছবির বিষয়বস্তুর বিরুদ্ধে এরইমধ্যে পুলিশের কাছে দেশের বিভিন্ন প্রান্তের মানুষ অভিযোগ জানিয়েছেন।

যদিও প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণী এই ছবির উচ্ছ্বসিত প্রশংসা করে বলেছেন, ‘পিকে একটি অসাধারণ এবং সাহসী ছবি’। বলাবাহুল্য কিছুদিন

আগেই তিনি রাজকুমার হিরানি পরিচালিত পিকে ছবি দেখেছেন।



মন্তব্য চালু নেই