পিএসজির কাছে ম্যানইউ’র হার

প্রাক-মৌসুম প্রস্তুতিমূলক টুর্নামেন্ট ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপে আগের তিন ম্যাচেই জিতেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। যার মধ্যে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনাকেও পরাজয়ের তিক্ততা দিয়েছিল রেড ডেভিলরা।

তবে নিজেদের চতুর্থ ম্যাচে ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইনের (পিএসজি) বিপক্ষে পেরে উঠতে পারেনি লুইস ফন গালের দল। জ্বালাতান ইব্রাহিমোভিচ ও ব্ল্যাইসি মাতুইদির গোলে ম্যানইউকে ২-০ ব্যবধানে হারিয়েছে পিএসজি।

বৃহস্পতিবার শিকাগোর সোল্ডিয়ের ফিল্ডে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় পিএসজি। ২৫ মিনিটে দলকে লিড এনে দেন মাতুইদি। লুকাসের সহায়তায় দারুণ এক ফ্লিকে বল ম্যানইউয়ের জালে জড়ান এই ফরাসি মিডফিল্ডার।

নয় মিনিটের ব্যবধানে পিএসজির লিড দ্বিগুণ করেন ইব্রাহিমোভিচ। সতীর্থ ম্যাক্সওয়েলের সহায়তায় গোলটি করেন এই সুইডিশ তারকা। ফলে ২-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় পিএসজি।

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে ম্যানইউ। কিন্তু লাভ হয়নি। শেষ পর্যন্ত ২-০ গোলের পরাজয়কে সঙ্গী করেই মাঠ ছাড়তে হয় রেড ডেভিলদের।



মন্তব্য চালু নেই