পিআইবির সনদপত্র পেলেন ঘাটাইলের ৭ সাংবাদিক

গত ২২ নভেম্বর টাঙ্গাইল জেলার  ভূয়াপুরে  মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স ভবনে ০৩ দিন ব্যাপি অনুষ্ঠিত  বিভিন্ন উপজেলার ৩৫ জন সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহন করেন। টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার ০৭ জন বিভিন্ন দৈনিক পত্রিকায় জড়িত সাংবাদিকদের সাংবাদিকতায় বুনিয়াদী প্রশিক্ষণ কর্মশালার সনদ পত্র প্রদান করেন বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) পরিচালক অধ্যায়ন ও প্রশিক্ষক মোঃ জাহাঙ্গীর  হোসেন। বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) এর প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেন। সনদ পত্র প্রাপ্তরা হলেন- দৈনিক আমাদের ঘাটাইলের সম্পাদক মন্ডলীর সভাপতি ও দৈনিক যায়যায়দিন এর ঘাটাইল সংবাদদাতা উত্তম কুমার আর্য্য, দৈনিক ভোরের কাগজ পত্রিকার ঘাটাইল প্রতিনিধি রবিউল আলম বাদল, বাংলাদেশ প্রতিদিনের ঘাটাইল প্রতিনিধি আতিকুর রহমান, দৈনিক আজকের দেশবাসীর ঘাটাইল প্রতিনিধি খায়রুল ইসলাম , অনলাইন সময়ের কণ্ঠস্বর পত্রিকার ঘাটাইল প্রতিনিধি রাজন চন্দ্র বসু, সাপ্তাহিক পূর্বাকাশের ঘাটাইল প্রতিনিধি আনোয়ার হোসেন বকুল, দেউলাবাড়ী ইউনিয়ন প্রতিনিধি বিষ্ণু প্রিয় দীপ, টাংগাইল বার্তা ২৪. কম পত্রিকার ঘাটাইল প্রতিনিধি আরিফ খান প্রমুখ। সনদপত্র বিতরন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) এর সমন্বয়কারী ও সহকারী প্রশিক্ষক তানিয়া পারভীন, ভূয়াপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ বাবুল হোসেন, সাধারণ সম্পাদক আক্তার হোসেন খান প্রমুখ।



মন্তব্য চালু নেই