পাল্টা আঘাত শুভ বার্তা

চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি এ.বি.এম. মহিউদ্দিন চৌধুরী বলেছেন, ‘নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে জনগণ পাল্টা আঘাত করছে-এটাই শুভ শক্তির জয়ের বার্তা। এই জয় শুভ দিনের সূচনা ঘোষণা করেছে।’
সোমবার বিকেলে নগরীর আগ্রাবাদ এলাকায় এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ ঘোষিত নাশকতা ও নৈরাজ্য বিরোধী কর্মসূচির অংশ হিসেবে ডবলমুরিং থানা আওয়ামী লীগের উদ্যোগে এ জনসভা অনুষ্ঠিত হয়।
মহিউদ্দি আরো বলেন, ‘খালেদা জিয়া তার কুলাঙ্গার পুত্র পলাতক তারেক জিয়ার নির্দেশে দেশ ধ্বংস করছেন। আন্তর্জাতিক বিচার ব্যবস্থার আওতায় কুখ্যাত তারেককে দেশে এনে গণহত্যার দায়ে বিচারের মুখোমুখী করতে হবে। তিনি আরো বলেন, নাশকতার জন্য করা অর্থ যোগান দিচ্ছে আমরা জানি, পুলিশ প্রশাসনও জানে, তাদেরকে ধরে শায়েস্তা করা মাত্র কয়েক ঘন্টার ব্যাপার।’
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সাবেক সংসদ আলহাজ্ব ইছহাক মিয়া বলেন, ‘গণতন্ত্র রক্ষার নামে খালেদা জিয়া দেশের জনগণকে জিম্মি করে নাশকতার নেতৃত্ব দিচ্ছেন। এই অগণতান্ত্রিক অপরাজনৈতিক শক্তিকে প্রতিহত করার শক্তি বাঙালির রয়েছে। যে আগুন খালেদা জিয়া জ্বেলেছেন বাংলার জনগণ সে আগুনে তাদেরকে পুড়িয়ে মারবে। ইতোমধ্যেই বোমাবাজদের বিরুদ্ধে জনগণ রুখে দাঁড়িয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়ক শক্তি হিসেবে কাজ শুরু করেছে।’
প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দীন বলেন, ‘হরতালের ঘোষণা আসে মিডিয়ায়, বাস্তব সত্য হচ্ছে জনজীবন এখন স্বাভাবিক। তারপরও চোরাগুপ্তা হামলা করে মানুষ হত্যা করা হচ্ছে। এই হত্যাকারীদের রক্ষায় মানবাধিকারের কথা বলা হচ্ছে, সংলাপের কথা বলা হচ্ছে। যারা এসব কথা বলছেন, টক-শো করছেন তারা এখন জাতির দৃশ্যমান শত্র“।’
ডবলমুরিং থানা আওয়ামী লীগের আহ্বায়ক মাহবুবুল হক মিয়ার সভাপতিত্বে ও হাজী দোস্ত মোহাম্মদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব নঈম উদ্দিন চৌধুরী, আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, সম্পাদক মন্ডলীর সদস্য আলহাজ্ব বদিউল আলম, চন্দন ধর, কার্যনির্বাহী সদস্য নজরুল ইসলাম বাহাদুর, মো: জাবেদ, ওয়ার্ড আওয়ামী লীগের সৈয়দ জাকারিয়া, আবদুল্লাহ আল ইব্রাহিম, ইদ্রিছ কাজেমী, সেলিম রেজা, সিরাজদৌলা সিরু, আবদুল মান্নান ফেরদৌস, জাফরুল হায়দার সবুজ, নাজমুল হক ডিউক।



মন্তব্য চালু নেই