পারমাণবিক ইস্যুতে চীনের সুপারকম্পিউটার আপডেটে বাঁধা দিল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র সরকার চীনা সুপারকম্পিউটার তিয়ানহে-২-এর আপডেট করতে ইনটেলকে সহযোগিতা করার অনুমতি দেয়নি।

বিবিসি জানিয়েছে, তিয়ানহে-২ এর আপডেট কর্মসূচীতে সহযোগিতা করার জন্য লক্ষাধিক চিপ রপ্তানির অনুমতি চেয়ে আবেদন করেছিল চিপ জায়ান্ট ইনটেল। কিন্তু চিপ রপ্তানির ওই আবেদনটি মঞ্জুর করেনি যুক্তরাষ্ট্র সরকারের বাণিজ্য বিভাগ।

এর কারণ হিসেবে বলা হয়েছে- পারমাণবিক গবেষণায় সুপারকম্পিউটারটি ব্যবহার নিয়ে তারা চিন্তিত। এ প্রসঙ্গে ইনটেল জানিয়েছে, চিপ রপ্তানির অনুমোদন পাওয়ার জন্য আবেদন করেছিল ইনটেল, কিন্তু তা নাকচ করে দেয়া হয়েছে এবং যুক্তরাষ্ট্রের আইনের প্রতি শ্রদ্ধা রেখেই তা মেনে নিয়েছেন তারা।

প্রসঙ্গত, বিশ্বে বর্তমানে সবচেয়ে শক্তিশালী সুপারকম্পিউটারগুলোর তালিকায় শীর্ষস্থানে রয়েছে তিয়ানহে-২।

তথ্যসুত্রঃ বিবিসি



মন্তব্য চালু নেই