পাবনায় সরকারি জলাশয়ে মাছ ধরা নিয়ে সংঘর্ষঃ আহত ১৫ জন

পাবনা জেলার সাঁথিয়া উপজেলার পারগোপালপুর গ্রামে মঙ্গলবার বিকেলে সরকারি জলাশয়ে মাছ ধরাকে কেন্দ্র করে দু পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছে।

আহতের মধ্যে ১০ জনকে সাথিয়া উপজেলা স্বাস্থ কমপ্লেক্স ও পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার পারগোপালপুর গ্রামের ১ টি সরকারি জলাশয়ে শিশুদের মাছ ধরাকে কেন্দ্র করে দুপুরে ঐ গ্রামের জয়নাল গ্রুপ ও জুয়েল গ্রুপের কথা কাটাকাটি হয়।
এরই জের ধরে বিকেল ৪ টার দিকে দু পক্ষের লোকজন দেশীয় অস্ত নিয়ে জলাশয়ে মাছ ধরতে গেলে সংঘর্ষে জড়িয়ে পরে।

ঘন্টা ব্যাপি চলা সংঘর্ষে উপয় পক্ষের নারী সহ কমপক্ষে ১৫ আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।

আহতের মধ্যে মিজানুর রহমান (২৫), জয়নাল (৪০), সালমা (৩৫), কে সাথিয়া সাথিয়া স্বাস্থ কমপ্লেক্সে ও আঃ মজিদ (২৭), জুয়েল (৩৫), সোহেল (৩০), ও মানি (৫০) কে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাথিয়া থানার ভারপাপ্ত ওসি শহিদ মাহমুদ জানান, উভয় পক্ষ থানায় মামলা দিয়েছে, তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা নেয়া হবে।



মন্তব্য চালু নেই