পাবনায় মদ খেয়ে ১ জনের মৃত্যু, গুরুতর অসুস্থ ১

প্রসাশনের অলিখিত অনুমোদিত মদের ভাটির অতিরিক্ত মদ পানে বিষক্রিয়ায় ১ জনের মৃত্যু হয়েছে। অপর ১জনকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার রাত ১১ টার দিকে পাবনা জেলার চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়নের ভাদড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত্যুবরণকারী ব্যক্তি হলো একই এলাকার মৃত মাইকেল গমেজের ছেলে ডমিনিক গমেজ (৪৫) ও অসুস্থ ব্যক্তি হলো পরিমল রোজারিও’র ছেলে বিপ্লব রোজারিও (২৮)।
স্থানীয় সুত্রে জানা যায়, ওই দিন ডমিনিক ও বিপ্লব ডমিনিকের বাড়িতে মদের আসর বসায়। এক পর্যায়ে অতিরিক্ত মদ পানে মৃত্যু হয় ডমিনিকের আর অসুস্থ অবস্থায় বিপ্লবকে চাটমোহর স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করা হয়।
উল্লেখ্য, মথুরাপুর মিশন গেট এলাকায়, শামসুল দির্ঘ দিন যাবত চেলাই মদের ব্যবসা করে আসছে। নাম না প্রকাশের শর্তে অনেকে জানান, সে নিয়মিত থানা পুলিশ কে মাসোয়ারা দিয়ে প্রকাশ্যে এ অবৈধ ব্যবসা করছে। সকল শ্রেণি পেশারর কিশোর যুবকের হাতে নির্দিধায় ছড়িয়ে দেয়া হচ্ছে এ চেলাই মদ। ডমিনাক ও বিপ্লব ছিল শামসুলের নিয়মিত ক্রেতা।
আগামি বড় দিন উপলক্ষে সেখানে ব্যপক চেলাই মদের মজুদ রয়েছে বলে জানা যায়।



মন্তব্য চালু নেই