পাবনায় বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যু, আহত ৪

রবিউল ইসলাম শাহীন, জেলা প্রতিনিধি, পাবনা : পাবনার সাঁথিয়ায় বিদ্যুতায়িত হয়ে ইমরান (২) নামে এক শিশু নিহত ও একই পরিবারের চারজন আহত হয়েছে। নিহত শিশু উপজেলার ছেচানিয়া গ্রামের মোহাম্মদ ইয়াছিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে ঝড়-বৃষ্টির কারণে সাঁথিয়া পৌরসভার কারিগরপাড়া কালাম কাজীর বাড়িতে বিদ্যুতের তার ছিঁড়ে টিনের ঘরের ওপর পড়ে যায়। তবে তার ছিঁড়েড় পড়ার সময় গোটা এলাকায় বিদ্যুৎ না থাকায় ব্যাপারটি বোঝা যায়নি।

গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে বিদ্যুৎ এলে পুরো ঘরটি বিদ্যুতায়িত হয়ে পড়ে। এ সময় ঘর থেকে বের হতে গিয়ে শিশু ইমরান ঘরের টিনের বেড়ার সঙ্গে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

এ ছাড়া ইমরানকে উদ্ধার করতে গিয়ে তার মা খুকুমণি (২৫), নানি কল্পনা খাতুন (৬০), মামা হোসেন (৩০) এবং মামি সাবিনা (২৫) গুরুতর আহত হন। তাঁদের সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদিকে ঘটনার পর সাঁথিয়া থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।



মন্তব্য চালু নেই