পাবনায় পুলিশি নাশকতার আশঙ্কায় অভিযানে আটক ৬৩

রবিউল ইসলাম শাহীন, জেলা প্রতিনিধি পাবনা : নাশকতার আশঙ্কায় পাবনা জেলার ১১টি থানায় পুলিশের বিশেষ অভিযানে ৬৩ জনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার ১০ মে সকাল ১০টায় পুলিশ কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।

জানাযাই, নাশকতার আশঙ্কায় সোমবার রাতে জেলার ১১টি থানায় অভিযান চালিয়ে চিহ্নিত সন্ত্রাসী ও জামায়াত শিবিরের বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতার করা হয়।

এদের মধ্যে জেলার সদর থানায়-১১ জন, ঈশ্বরদীতে-১৩ জন, আটঘরিয়ায়-দু’জন, চাটমোহরে-তিনজন, ভাঙ্গুড়ায়-দু’জন, ফরিদপুরে ছয়জন, আমিনপুরে-দু’জন, সুজানগরে-চারজন, সাঁথিয়ায়-পাঁচজন, বেড়ায় ছয়জন ও আতাইকুলা থানায় ছয়জন রয়েছে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হাসান আটকের সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, নাশকতার আশঙ্কায় জামায়াত শিবিরের এসব নেতাকর্মীদের আটক করা হয়েছে।

গ্রেফতারকৃতদের সকাল ১১টায় আদালতের মাধ্যমে পাবনা জেলা কারাগারে পাঠানো হচ্ছে।



মন্তব্য চালু নেই