পাবনায় অস্ত্র মামলায় ১৭ বছরের সশ্রম কারাদন্ড

পাবনায় অস্ত্র আইনে কামাল হোসেন নামের এক ব্যক্তিকে ১৭ বছরের সশ্রম কারাদণ্ড হয়েছে। দুপুরে অতিরিক্ত দায়রা জজ (২) এর বিচারক ইমরান হোসেন চৌধুরী এই রায় দেন। দণ্ডপ্রাপ্ত কামাল হোসেন জেলার আতাইকুলা থানার সোনাপুর গ্রামের আবদুল হামিদের ছেলে।

আদালত সূত্রে জানাগেছে, ২০১১ সালের ২৭ ডিসেম্বর একটি দোনালা বন্দুক ও ৪ রাউন্ড গুলিসহ কামাল হোসেনকে নিজ বাড়ি থেকে আটক করে আতাইকুলা থানা পুলিশ। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেন। দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে বুধবার আদালতের বিজ্ঞ বিচারক কামাল হোসেনকে অবৈধ অস্ত্র রাখার দায়ে ১০ বছর ও গুলির জন্য ৭ বছরসহ মোট ১৭ বছরের সশ্রম কারাদন্ডের রায় দেন। আসামি পক্ষে এড. আব্দু সাত্তার ও রাষ্ট্র পক্ষে এড. জাহিদ রানা মামলা পরিচালনা করেন।



মন্তব্য চালু নেই