পাবনার বেঙ্গল জুট মিলে আগুন : তিন ঘন্টা পর নিয়ন্ত্রনে

পাবনা জেলার বেড়া উপজেলার অধির নগরে বেঙ্গল জুট মিলে ২৫ নভেম্বর মঙ্গলবার দুপুর ১২ টার দিকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
তবে ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় অগুন নিয়ন্ত্রনে এসেছে।
পাবনা সদর, বেড়া, শাহজাদপুর, ও উল্লাপাড়া ফায়ার সাভিসের ৪ টি ইউনিট তিন ঘন্টা চেষ্টা চালিয়ে ৩ টার দিকে আগুন নিয়ন্ত্রনে আনে।

বেড়া ফায়ার স্টেশন মাষ্টার শফিকুল ইসলাম জানান, বেলা ১২টার দিকে বেঙ্গল জুট মিলে আগুন লাগার খবর পেয়ে আমারা ঘটনাস্থলে যাই। পরে বেড়া, পাবনা সদর, শাহজাদপুর ও উল্লাপাড়ার ৪ টি ইউনিট একত্রে বিকেল ৩ টার দিকে আগুন নিয়ন্ত্রনে আনে।

মিলের তেলের টাংকি বিষ্ফোরনের কারনে এ অগ্নি কান্ডের ঘটনা ঘটেছে বলে ফায়ার সার্ভিসের ধারনা।

মিল সুত্রে জানা গেছে এ মিলের মালিক ৪ জন। মিলের ৭ টি গোডাউনের ৪ টি পুড়ে গেছে। তাছাড়া ভেতরে থাকা পাট ও পুড়ে গেছে।

মিলের ১ মলিক সহাব উদ্দিন জানান, অগ্নিকান্ডে আনুমানিক ২৫ কোটি টাকার ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।



মন্তব্য চালু নেই