পানির নিচে যীশু খ্রিষ্টের মূর্তি! (ভিডিও)

পৃথিবীর সবাই সুন্দর এর পূজারী। কোন সুন্দর জিনিস দেখলেই তা আমরা দেখতে বা পেতে চাই। অনেক রকমের আশা জাগে মনে ওই জিনিস কে ঘিরে। আবার অসুন্দর কিছু থাকলে তা আমরা পরিত্যাগ করি। কোন কিছুর ব্যাবহার শেষ হয়ে গেলে তা আমরা ফেলে দেই বা পরিত্যাগ করি। পৃথিবীতে এমনই কিছু পরিত্যক্ত যায়গা আছে যেখানের সৌন্দর্য আপনাকে মোহিত করবে।

খ্রিস্ট অফ আবিইস ইতালির কামগি ও পোর্টফিনোর মাঝে সানফ্রুটসো শহরে অবস্থিত। এটি যিশু খ্রিস্টের একটি ব্রোঞ্জের তৈরি মূর্তি।এই মূর্তিটিকে ১৯৫৪ সালের ২২শে আগস্ট ১৭ মিটার গভীর পানির নিচে রাখা হয়। এটি প্রায় ২.৫ মিটার লম্বা। এই ভাস্কর্য টি ইতালিও ডুবুরি ডুলিও মারসেন্ট তৈরি করেন।এই মূর্তিটিকে ঠিকভাবে সংরক্ষন করার জন্য ২০০৩ সালে একবার বের করা হয়, তারপর আবার ২০০৪ সালে পানির নিচে রাখা হয়। সানফ্রুটসো শহরের ওই যায়গাটি এখন পরিত্যক্ত হলেও ওখানের এই মূর্তিটি দেখার মত।

আরও জানতে এই ভিডিও লিঙ্কে ক্লিক করুন



মন্তব্য চালু নেই